কুয়েতে মদ্য পানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশি নাগরিকসহ গ্রেপ্তার ৬৭

কুয়েতের নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে উৎপাদিত বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। বিষাক্ত এই মদ কেলেঙ্কারির ঘটনায় গত কয়েক দিনে দেশটিতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি একটি অপরাধচক্রের নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে। রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত শনিবার রাতে সোম্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা এবং আরও চারটি প্রস্তুতিহীন কারখানা তারা জব্দ করেছে।

এছাড়া কীভাবে এই মদে মিশ্রিত মিথানল তৈরি ও বিক্রি করা হতো সেটি এক নেপালি সদস্য তদন্তকারীদের জানিয়েছেন।

মুসলিম প্রধান দেশ কুয়েতে মদ উৎপাদন বা আমদানি নিষিদ্ধ। তবে গোপনে কিছু জায়গায় নিরাপত্তা বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অবৈধ মদ তৈরি করা হয়, যা পানকারীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।

গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিষাক্ত পানীয় পান করে মিথানল বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ১৬০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই এশীয় নাগরিক।

মন্ত্রণালয় জানায়, অন্তত ৫১ জনের জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস করতে হয়েছে এবং ৩১ জনকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।

কুয়েতে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় ভারতীয়রা। দেশটির ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যদিও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন, আবার অনেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”

আল জাজিরা বলছে, মিথানল একটি বর্ণহীন বিষাক্ত অ্যালকোহল, যা শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। এটি চেনা কঠিন, আর এর বিষক্রিয়ার লক্ষণও সাধারণত দেরিতে প্রকাশ পায়- যেমন বমি, বমিভাব, পেটব্যথা, দ্রুত শ্বাস নেওয়া ও শ্বাসকষ্ট।

প্রতিবছর হাজারো মানুষ বিশেষত এশিয়ায় মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হন। সময়মতো চিকিৎসা না পেলে এ ধরনের ঘটনার মৃত্যু হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)’।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দুদকের আরও এক উপ-পরিচালক সাময়িক বরখাস্ত Aug 20, 2025
img
সম্পর্ক ভেঙে যাওয়ার ঘোষণা, নিউক্যাসলকে ইসাকের কড়া বার্তা Aug 20, 2025
img
মহাখালীর সাততলা বস্তিতে আগুন, যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি Aug 20, 2025
img
উভকামী নিয়ে মন্তব্যে ফের বিতর্কে স্বরা ভাস্কর Aug 20, 2025
img
অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তার পদোন্নতির সুপারিশ করেছে মন্ত্রণালয় Aug 20, 2025
img
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা Aug 20, 2025
img
কারিগরির উপবৃত্তি সেলের নামে প্রতারণার ফাঁদ, সতর্কতা অধিদপ্তরের Aug 20, 2025
img
‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই মুম্বাইয়ে বৃষ্টির রঙে রঙিন শুভশ্রী Aug 20, 2025
img
কিংবদন্তি শিলটনকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক Aug 20, 2025
img
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল Aug 20, 2025
img
রজনী-কমলকে একসঙ্গে আনার স্বপ্নে লোকেশ কানাগরাজ Aug 20, 2025
img
ভারত মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানাল রাশিয়া Aug 20, 2025
img
কয়লাখনির পটভূমিতে আসছে শ্রুতি-আরাত্রিকার জোয়ার ভাঁটা Aug 20, 2025
img
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে Aug 20, 2025
img
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক মঞ্চে মৌ Aug 20, 2025
img
লাল নয়, ২০২৬ বিশ্বকাপে নীল জার্সিতে দেখা যাবে ব্রাজিলকে! Aug 20, 2025
img
যেদিকে হাত দেই সেদিকেই সমস্যা: রিজওয়ানা Aug 20, 2025
img
৭২ বছর বয়সেও বন্ড হতে চান পিয়ার্স ব্রসনন Aug 20, 2025
img
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের একসঙ্গে বসা উচিত: ডা. তাহের Aug 20, 2025
img
নতুন প্রজন্মের কাছে দাম্পত্য জীবন উদাহরণ জাহিদ-মৌ Aug 20, 2025