পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রেজা নাকভি বলেছেন, ভারতের সাম্প্রতিক আগ্রাসনের নেপথ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) লাহোরে এক সেমিনারে এমন মন্তব্য করেন রেজা নাকভি। খবর সামা টিভির।
তিনি জানান, পাকিস্তান আগেভাগেই ভারতের সামরিক পরিকল্পনার বিষয়ে অবগত ছিল। বিমান সংঘর্ষের সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাকিস্তান তাৎক্ষণিকভাবে ঘোষণা না দিয়ে ভিডিও প্রমাণ হাতে আসা পর্যন্ত অপেক্ষা করেছে। নাকভি দাবি করেন, ‘আমাদের কাছে সব ছয়টি বিমানের ফুটেজ ছিল।’
নাকভি বলেন, পাকিস্তান পরিস্থিতি বিকৃত করার সুযোগ ভারতকে দিতে চায়নি। তিনি আরও জানান, ‘পাকিস্তান ৩৬টি স্থানে হামলা চালায় এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়।’
তিনি অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয় বরং অমিত শাহ ও অজিত দোভালই আগ্রাসী পদক্ষেপের মূল চালিকাশক্তি। তার ভাষায়, ‘এই দুইজনই ভারতের পতনের জন্য দায়ী হবে।’
নাকভি আরও বলেন, সংকটকালে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ছিল। তিনি পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন।
এছাড়া তিনি অভিযোগ করেন, ভারত প্রকাশ্যে বেলুচিস্তানে সন্ত্রাসবাদকে সহায়তা করছে।
কাশ্মীর প্রসঙ্গে নাকভি বলেন, পাকিস্তান আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে। তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল সৈয়দ আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চাপ সামলে ভারতের বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ জানান।
তিনি আরও জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার সময় সৌদি সরকারের একটি প্রতিনিধিদল পাকিস্তানে অবস্থান করছিল। এসময় সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে এক ভাষণে বলেন, ‘ভারত একটি মার্সিডিজ আর পাকিস্তান একটি ডাম্পার ট্রাক। যদি সংঘর্ষ হয়, ক্ষতি কোথায় হবে, তা সহজেই অনুমান করা যায়।’
টিকে/