‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পর আবারও রাজনৈতিক নাটক নিয়ে ফিরছেন বলিউড নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। নতুন সিনেমার নাম ‘দ্য বেঙ্গল ফাইলস’। ১৯৪৬ সালের বাংলাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে উঠে আসবে ভয়াবহ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’, দ্বিজাতি তত্ত্ব এবং বিভীষিকাময় দেশভাগের করুণ ইতিহাস।
সিনেমার ট্রেলার ইতোমধ্যেই আলোচনায়। সেখানে ব্যবহার করা হয়েছে বাস্তব আর্কাইভাল ফুটেজ, আর শিল্পীদের তীব্র অভিনয় ভেসে উঠেছে পর্দায়। ট্রেলারের সবচেয়ে আলোচিত সংলাপ— “সব এক খেলা, মানুষ মরে যায়”। এক ঝাঁকুনি দেওয়া এই সংলাপে স্পষ্ট হয়েছে, রাজনীতির খেলায় সাধারণ মানুষের প্রাণ কেবলই বলি হয়ে যায়।
‘দ্য বেঙ্গল ফাইলস’-এ পরিচয়, স্বাধীনতা আর ভুলে যাওয়া যন্ত্রণার মতো স্পর্শকাতর বিষয়কে সামনে আনা হয়েছে। দর্শকদের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে— “আমরা কি সত্যিই স্বাধীন?”
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী, অনুপম খের (গান্ধীর চরিত্রে), পল্লবী যোশী ও সিমরত কৌর। শক্তিশালী এই অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটিকে আরও ভারী করেছে।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫ মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির আগেই জোর আলোচনায় ‘দ্য বেঙ্গল ফাইলস’। ইতিহাসের অন্ধকারতম অধ্যায়কে সামনে এনে এটি হয়ে উঠতে চলেছে এক আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র, যা দর্শকদের মনে জাগাবে বিস্ময়, তর্ক-বিতর্ক আর অতীতকে নতুনভাবে ভাবার তাগিদ।
ইউটি/টিএ