পোশাক নিয়ে আবারও সাংবাদিকের প্রশ্নের মুখে পড়লেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। তবে এবার সমালোচনা নয় বরং জেলেনস্কির প্রশংসাই করা হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে গতকাল হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জেলেনস্কি। খবর এনডিটিভি
রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে এই পোশাকে অসাধারণ দেখাচ্ছে। যদিও এর আগে ফেব্রুয়ারিতে ওভাল অফিসে জেলেনস্কির পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ব্রায়ান গ্লেন।
এ সময় ট্রাম্প জেলেনস্কি এবং ওই সাংবাদিকের কথার মধ্যে হস্তক্ষেপ করে বলেন, ‘আমিও একই ধারণা পোষণ করছি।’ ট্রাম্প বলেন, এর আগে এই সাংবাদিকই আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন। এ সময় পুরো রুম জুড়ে হাসির রোল বয়ে যায়।
জবাবে জেলেনস্কি বলেন, বিষয়টি আমার স্মরণে আছে। এখনও আমি একই ধরনের পোশাক পরেছি। তার এই কথা শুনে সাংবাদিক ও মার্কিন কর্মকর্তারা আরও অট্ট হাসিতে ফেটে পড়েন।
গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি কেন স্যুট পরেননি। আপনি আমেরিকান সর্বোচ্চ অফিসে রয়েছেন। আপনার কী স্যুট নেই।
অনেক আমেরিকান মনে করছেন আপনি এই অফিসের যথাযথ সম্মান করছেন না।’
জবাবে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সামরিক পোশাক পরিদানের সিদ্ধান্ত নিয়েছেন।
এমকে/টিকে