আলাস্কার আনকোরেজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ব্যক্তিকে অপ্রত্যাশিত ভাবে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন। রুশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রসিয়া ১ এর বরাত দিয়ে উইওন মঙ্গলবার জানিয়েছে, মার্ক ওয়ারেন নামের ওই ব্যক্তিকে আগে একটি সংবাদ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ওপর রাশিয়ার ইউক্রেন হামলার প্রভাব নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল।
ওই প্রতিবেদনে সোভিয়েত যুগের একটি উরাল মোটরসাইকেলের মালিক ওয়ারেন অভিযোগ করে বলেছিলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বাইকটির রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে গেছে।
রুশ প্রতিনিধিদলের অবস্থানরত হোটেলের পার্কিং লটে ওয়ারেনের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেওয়ার সময় ওয়াশিংটনে রুশ দূতাবাসের কাউন্সেলর আন্দ্রেই লেদেনেভ বলেন, ‘এটি রুশ প্রেসিডেন্টের ব্যক্তিগত উপহার।’
বাইক পাওয়ার পর ওয়ারেন বলেন, ‘এটা আমার কাছে অবিশ্বাস্য। আমি বাকরুদ্ধ। অনেক ধন্যবাদ।’
ওয়ারেন ট্রাম্প-পুতিন মিলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন।
রসিয়া ১ এর সাংবাদিক আলাস্কায় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় ওয়ারেনের সঙ্গে দেখা করেন। ভ্যালেন্টিন বগদানোভ নামের ওই সাংবাদিক ওয়ারেনের সোভিয়েত রাশিয়ায় ১৯৪১ সালে তৈরি মোটরসাইকেলটির প্রশংসা করতে থেমেছিলেন। তাকে ওয়ারেন জানান, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তিনি মোটরসাইকেলের যন্ত্রাংশ পেতে সমস্যায় পড়ছেন।
তিনি বলেন, ‘আমার পুরোনো মোটরসাইকেলের সাথে এটির আকাশ-পাতাল পার্থক্য।আমার পুরোনোটা পছন্দ হলেও এটি অনেক ভালো।’
আলাস্কার রুশ সাম্রাজ্যের অংশ থাকার ঐতিহাসিক প্রসঙ্গ টেনে রসিয়া ১–এর ওই সাংবাদিক মন্তব্য করেন, ‘এখানে নতুন উরালে নতুন এক যাত্রা। রুশ আমেরিকার মাটিতে রুশ বার্চ গাছের ছায়ায় রুশ যানবাহন।’
রুশ সংবাদমাধ্যম উপহারটিকে যুক্তরাষ্ট্রের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে তুলে ধরে। উরাল মোটরসাইকেল বর্তমানে কাজাখস্তানে উৎপাদিত হয় ও এর করপোরেট সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।
২০২২ সালের মার্চে আইএমজেড–উরাল রাশিয়ার ইউক্রেন হামলার নিন্দা করেছিল।
এফপি/ টিএ