দুই বছর আগে ‘গাদার ২’ মুক্তির সময় অভিনেত্রী আমিশা প্যাটেল ও পরিচালক অনিল শর্মার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন, তাকে না জানিয়েই ছবির ক্লাইম্যাক্সে পরিবর্তন করেছিলেন পরিচালক।
ছবিতে আরো উল্লেখযোগ্য চরিত্র হবে তার, এমনটাই নাকি আশা করেছিলেন আমিশা। যদিও এর উত্তরে অনিল শর্মা পাল্টা দাবি করেন, নায়িকা খানিকটা খামখেয়ালি আবদার করেছেন।
মণীশ পালের পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘গাদার ২’ ছবির ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল তাকে ছাড়াই। যেটা চিত্রনাট্যে ছিল না। সেই কারণে ‘গাদার ৩’-এ তিনি অভিনয় করবেন না। তবে পরিচালকের সঙ্গে তার দূরত্ব এখন কমেছে।
‘গাদার ৩’-এ অভিনয় করবেন বলেও নাকি পরিচালককে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মা বলেন, “আমার সঙ্গে অমিশার সম্পর্ক এখন দারুণ। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়। তারা ও শাকিনা, দুজনই ‘গদার’-এর অবিচ্ছেদ্য অংশ।
তাদের বাদ দিয়ে ‘গাদার ৩’ কল্পনা করা যায় না।”
‘গাদার ৩’ ছবির চিত্রনাট্য লেখা এরই মধ্যে শেষ হয়েছে। শিগগিরই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
এমআর/এসএন