‘০০৭’ নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে রহস্য, রোমাঞ্চ আর দুর্দান্ত সব অ্যাকশনের দৃশ্য। বই থেকে শুরু করে রূপালি পর্দা, কয়েক দশক ধরে দর্শকদের কল্পনা জগৎ মাতিয়ে রেখেছে ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড। সেই চরিত্র আবারও ফিরতে চলেছে বড় পর্দায় এমনই ইঙ্গিত দিয়েছেন নতুন ফ্র্যাঞ্চাইজির পরিচালক ডেনিস ভিলেনেউভ। তবে এবার প্রশ্ন উঠছে, সেই চিরচেনা রূপে কি আবারও দেখা মিলবে পিয়ার্স ব্রসননের?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এই অভিনেতা জানালেন, বয়স এখন ৭২। ফলে দর্শকরা হয়তো তাঁকে আর আগের মতো বন্ড চরিত্রে সহজে গ্রহণ করবেন না। তবুও যদি নির্মাতারা তাঁর জন্য কোনো পরিকল্পনা করেন, তবে তিনি যে ফিরতে প্রস্তুত-তা অকপটেই স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি অপেক্ষা করছেন নতুন প্রজন্মের কে এই দায়িত্ব নিতে চলেছেন তা জানার জন্য। তাঁর বিশ্বাস, বর্তমান প্রজন্মে এমন অনেক প্রতিভাবান অভিনেতা আছেন, যারা নিজেদের অভিনয়গুণে বন্ড চরিত্রকে স্বমহিমায় তুলে ধরতে পারবেন।
১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত জেমস বন্ডের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন ব্রসনন। তাঁর সেই সময়ের বন্ড রূপ এখনও ভক্তদের মনে জায়গা করে আছে। ফলে তাঁকে আবারও ফিরতে দেখা গেলে দর্শকদের নস্ট্যালজিয়ার জোয়ারে ভাসতে সময় লাগবে না।
অন্যদিকে, পরিচালক ভিলেনেউভ নিজেও এই চরিত্রের ভক্ত। চলতি বছরের জুনেই তিনি ঘোষণা করেন, খুব শিগগিরই নতুনভাবে বন্ডকে ফিরিয়ে আনবেন তিনি। এখন দেখার বিষয়, নতুন রূপে পর্দায় ফিরে আসা এই চরিত্র কতটা ধরে রাখতে পারে পুরনো দিনের সেই আমেজ।
এমকে/এসএন