আবারও ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন সময় বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড

২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় আবারও বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি দিয়ে অনলাইনে (ইএসআইএফ পূরণের মাধ্যমে) রেজিস্ট্রেশন ফি জমা ও তথ্য এন্ট্রির প্রক্রিয়া আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। এরপর ২০ সেপ্টেম্বরের মধ্যে তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।

সম্প্রতি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা হওয়ার পরই তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে। তবে কেবল নতুন শিক্ষার্থীর তথ্যই এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রিকৃত শিক্ষার্থীর তথ্য আর সম্পাদনা বা মুছে ফেলার সুযোগ থাকবে না।
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল প্রকাশিত প্রাথমিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। পরে ১০ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফি জমা এবং ১২ মে পর্যন্ত তথ্য এন্ট্রির সময় নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ৮ মে নতুন বিজ্ঞপ্তি দিয়ে সময় বাড়িয়ে ২৯ মে পর্যন্ত ফি জমা এবং ১ জুন পর্যন্ত তথ্য এন্ট্রির সুযোগ দেওয়া হয়। সর্বশেষ বিজ্ঞপ্তিতে তৃতীয় দফায় এই সময়সীমা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হলো।

বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ৯ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২০ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদে উল্লিখিত নাম, পিতা-মাতার নাম ও জন্ম তারিখ হুবহু অনলাইনে পূরণ করতে হবে। একইভাবে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের নামও জন্ম নিবন্ধনের সঙ্গে মিল থাকতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশনের জন্য অভিভাবকের সচল মোবাইল নম্বর আবশ্যক। একটি মোবাইল নম্বর ব্যবহার করে কেবল একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে। জন্ম নিবন্ধন নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষার্থীকে পরবর্তী স্তরে (৮ম শ্রেণি) রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায় এর দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।

২০২৫ সালের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীপ্রতি ৫০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকা। বিলম্ব ফি ছাড়া মোট ৫৮ টাকা এবং বিলম্ব ফি যুক্ত হলে ১০৮ টাকা পরিশোধ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া রেড ক্রিসেন্ট ফির ৬০ শতাংশ (১২ টাকা) প্রতিষ্ঠান নিজস্ব যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের জন্য সংরক্ষণ করবে। অবশিষ্ট ৪০ শতাংশ (৮ টাকা) মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

এছাড়া, শিক্ষার্থীর তথ্য এন্ট্রির সময় ভুল এড়াতে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বোর্ড। এ সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানকে ইআইআইএন ভিত্তিক সিম নম্বর দিয়ে অফিস সময়ে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বোর্ডের একাধিক বিজ্ঞপ্তি অনুযায়ী, সময়সীমা বাড়ালেও রেজিস্ট্রেশনের শর্তাবলিতে কোনো পরিবর্তন আসেনি।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খুলনায় ৮ দলের সমাবেশে যোগ দিলেন জামায়াতের আমির ও চরমোনাই পীর Dec 01, 2025
img
বরিশালে জামায়াতসহ ৮ দলের সমাবেশ মঙ্গলবার Dec 01, 2025
img
বন্ধ হয়ে যাচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান Dec 01, 2025
img
ধর্মেন্দ্রর শেষকৃত্য নিয়ে হেমার দুঃখপ্রকাশ Dec 01, 2025
img
ফ্রান্সে হাইস্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ Dec 01, 2025
বেগম খালেদা জিয়াকে দেখে যা বললেন বিএনপি নেতা আযম Dec 01, 2025
বিচার বিভাগ পেল স্বতন্ত্র সচিবালয় Dec 01, 2025
ভারত থেকে স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখা হবে : পররাষ্ট্র উপদেষ্টা Dec 01, 2025
img
জামিন পেলেন পাবনা–৪ আসনের জামায়াত প্রার্থী আবু তালেবসহ ৩২ জন Dec 01, 2025
img
তারেক রহমান ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবেন: ইসি সচিব Dec 01, 2025
img
রামপালে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড Dec 01, 2025
img
আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ: শন টেইট Dec 01, 2025
img
সাগরে গভীর নিম্নচাপ, শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের Dec 01, 2025
img
হুসেইন তালাতকে দলে নিলো রাজশাহী ওয়ারিয়র্স Dec 01, 2025
img
মেট্রোরেলের ছাদে উঠে বিদ্যুতায়িত হয়নি, এটাই সৌভাগ্য : ডিএমটিসিএল এমডি Dec 01, 2025
img
ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা নিয়ে মুখ খুললেন ট্রাম্প Dec 01, 2025
img

প্লট বরাদ্দে জালিয়াতি

ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ সুবিধা নেন হাসিনা-রেহানা Dec 01, 2025
img
এবার লেবানন সফরে পোপ লিও Dec 01, 2025
img
৭০ বছরে পা রাখলেন সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ Dec 01, 2025
img
দেশে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ Dec 01, 2025