'ও আমাকে নতুনভাবে ভাবতে শেখায়', মেসি প্রসঙ্গে মরিনিয়ো

বিশ্বসেরা খেলোয়াড়দের একজন লিওনেল মেসি, বিপরীতে দাঁড়িয়ে অন্যতম সেরা কোচদের একজন হোসে মরিনিয়ো। একসময় বার্সেলোনার কোচিং স্টাফে থাকলেও পরবর্তীতে এই পর্তুগিজ মাস্টারমাইন্ড ডাগআউটে দাঁড়িয়েছিলেন মেসির প্রতিপক্ষ দলের দায়িত্বে। আর সেটাই নাকি মরিনিয়োকে আরও ভালো কোচ হতে ভূমিকা রেখেছে। যদিও সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক শুনলে মেজাজ খারাপ হয় সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের।

কেবল স্প্যানিশ জায়ান্টদের হয়েই নয়, মরিনিয়ো মেসির প্রতিপক্ষ হিসেবে কোচিং করিয়েছেন এফসি পোর্তো, চেলসি এবং ইন্টার মিলানে। যদিও রিয়ালের কোচ থাকাকালেই দ্বৈরথটা বেশি দেখেছেন বার্সেলোনার এই মহাতারকার সঙ্গে। সম্প্রতি ক্রীড়াবিষয়ক ইউটিউব চ্যানেল স্পোর্টিনেটকে দেওয়া সাক্ষাৎকারে মরিনিয়ো জানান, মাঠে মেসিকে ঠেকানোর চ্যালেঞ্জই নাকি তার কোচিংয়ে দক্ষতা বাড়াতে সহায়তা করেছে।

মরিনিয়োর কাছে জানতে চাওয়া হয় কোন খেলোয়াড় তার কোচিংয়ের দক্ষতা বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। জবাবে ৬২ বছর বয়সী এই কোচ বলেন, ‘মেসি, কারণ তার বিপক্ষে যতবারই খেলা ছিল, প্রতিবারই সে আমাকে আরও বেশি ভাবতে বাধ্য করেছে।’ ২০২৩ সালের নভেম্বরে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর কোচ থাকাকালে প্রথম মেসিকে প্রতিপক্ষ হিসেবে পান মরিনিয়ো। এরপর রিয়ালের ডাগআউটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি হিসাব-নিকাশ করতে হয়েছে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে।



মেসির প্রসঙ্গ যেহেতু উঠলোই, স্বভাবতই সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক তো এসেই যায়। মরিনিয়ো’র সামনেও সেই প্রসঙ্গ তোলা হলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আমার মতে এটি অন্যায্য এবং যখনই আমি কাউকে এই আলোচনা করতে শুনি, তখন বিষয়টি আমার পছন্দ হয় না। তরুণ প্রজন্ম বিষয়গুলো জানে, তবে তারা পেলে-ইউসেবিও কিংবা বেকেবাওয়ারদের গভীরতা জানে না। তখনকার ফুটবল এবং খেলার আবহ কোনোভাবেই বর্তমানের পরিস্থিতির সঙ্গে মিলবে না।’

ভিন্ন প্রজন্মের ফুটবলারদের মাঝে তুলনা দেখে মেজাজ বিগড়ে যায় জানিয়ে এর ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে তুর্কি ক্লাব ফেনেরবাচের এই কোচ, ‘তাদের সময়ের ফুটবল আর আজকের ফুটবল এক নয়। ৪০ বছর আগে বৃষ্টি হলে বলের ওজন ১০ কেজি হয়ে যেত। আর এখন বল শাঁ শাঁ করে ওড়ে।’



ইউরোপীয় ফুটবল ছেড়ে মেসি এখন আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) তারকা। ইন্টার মায়ামির হয়ে এখনও ঝলক দেখালেও, পুুরোনো প্রতিদ্বন্দ্বিতা যে নেই তা বলাই বাহুল্য। অন্যদিকে, মরিনিয়ো ও ইউরোপে আছেন ঠিকই, তবে অনেকটা কম-নামের ক্লাবে। তুর্কি ক্লাব ফেনেরাবাচকে তিনি ২০২৫-২৬ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তোলার লক্ষ্যে নেমেছেন। বুধবার পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে প্লে-অফের প্রথম লেগে খেলবে মরিনিয়োর দল। অন্যদিকে, মেসির চোখে প্রথমবার মায়ামির হয়ে এমএলএসের শিরোপা জয়ের স্বপ্ন!

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার প্রায় ২৫ শতাংশ Aug 20, 2025
img
সিলেটে সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন Aug 20, 2025
img
সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে: চসিক মেয়র Aug 20, 2025
img
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করল বাংলাদেশ Aug 20, 2025
img
এনবিআরের আরও ৩ কর্মকর্তাকে বদলি Aug 20, 2025
img
সালমানের আগে শাহরুখের নাম ভেবেছিলেন ‘সিকান্দার’ পরিচালক Aug 20, 2025
img
শাহরুখ-কাজলের সঙ্গে অভিনয় করা সেই দুই শিশুশিল্পী এখন কোথায়? Aug 20, 2025
নেদারল্যান্ডসকে ছোট করে দেখার কিছু নেই, দল নির্বাচন করা সহজ; পাইলট Aug 20, 2025
প্রিন্স মামুনকে নিয়ে বোমা ফাটালেন লায়লা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য Aug 20, 2025
পুলিশের হ্যান্ডকাফ হেলমেটের ভেতর পলকের স্লোগান “এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে” Aug 20, 2025
ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলসহ বামপন্থিদের প্যানেল ঘোষণা Aug 20, 2025
জেলেনস্কি ও পুতিনের বৈঠকে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান: ম্যাক্রোঁ Aug 20, 2025
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন পদক্ষেপ Aug 20, 2025
যে আমল করলে আপনার ঘর ফেরেশতাদের ঘর হবে Aug 20, 2025
img
ডিএমপির সাবেক এডিসি নাজমুলকে সাময়িকভাবে বরখাস্ত Aug 20, 2025
img
রিয়ালে অবহেলিত রদ্রিগো, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা Aug 20, 2025
img
বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়েছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে: মুশফিক Aug 20, 2025
img
আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি: জাহিদ হাসান Aug 20, 2025
img
মন্ত্রিপাড়া বা লন্ডন থেকে আমাদের প্যানেল আসেনি : মাহিন সরকার Aug 20, 2025
img
মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা সুয়ারেজের Aug 20, 2025