চলতি বছরের শুরুর দিকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে তিনি দীর্ঘ প্রেম জীবনের সফলতা আনেন। বিয়ের পর দেশের বাইরে নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
কিছুদিন আগেই কানাডা সফরে গিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার গেলেন থাইল্যান্ডে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ব্যাংকক শহর থেকে তোলা কিছু নতুন ছবি শেয়ার করেছেন।
ক্যাপশনে লিখেছেন, ‘রাতের ব্যাংকক।’
ছবির নিচে আসিফ হোসেন নামের একজন মন্তব্য করেছেন, ‘আপু, রাতের থাইল্যান্ড দেখতে কেমন?’
জবাবে মেহজাবীন লিখেছেন, ‘দুনিয়ার সেরা।’
উল্লেখ্য, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।
এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক 'অপেক্ষার ফটোগ্রাফি' ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।
এমকে/এসএন