অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএ) মাকসুদুল হাসান এবং তার স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
দুদক জানায়, মাকসুদুল হাসান কৃষি মন্ত্রণালয়ে পিএ পদে থাকাকালে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৯ লাখ ৪৩ হাজার ৩৮৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে প্রথম মামলায়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু হয়েছে।
দ্বিতীয় মামলায় তার স্ত্রীর বিরুদ্ধে ৭৬ লাখ ৭ হাজার ২৯২ টাকা জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।