নির্বাচন কমিশন (ইসি) পাসপোর্টের শর্ত শিথিল করে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার হওয়ার পথ সহজ করেছে। এখন থেকে জন্মনিবন্ধন সনদ, ছবি এবং তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলেই প্রবাসীরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বুধবার (২০ আগস্ট) জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে।
অ্যাপ্লিকেশন জমা দেয়ার জন্য বাধ্যতামূলক কাগজপত্র:
* অনলাইনে পূরণকৃত আবেদন ফরম-২(ক)
* চট্টগ্রাম বিভাগের ৫৬টি বিশেষ এলাকা সম্পর্কিত ফরম
* বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড)
* পাসপোর্ট সাইজের রঙিন ছবি
* পাসপোর্ট কপি বা তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র
প্রয়োজনীয় অন্যান্য দলিল:
* পিতা-মাতার এনআইডি বা জন্মনিবন্ধন সনদ
* শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি প্রযোজ্য হয়)
* ড্রাইভিং লাইসেন্স বা টিন সনদ
* বিয়ে সনদ ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র (যদি প্রযোজ্য)
* কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ
* ঠিকানা সংবলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রসিদ
এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় অন্যান্য দলিল সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে। সম্ভব না হলে, বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে তা জমা দেয়া যাবে।
বর্তমানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, কুয়েত, কাতার ও মালয়েশিয়া–এই ৯টি দেশের ১৬টি দূতাবাসের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। এরইমধ্যে এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে।
ইএ/টিএ