রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত প্রায় ২০০ কেজি পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট চার দোকানিকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ওই আদালত। বুধবার (২০ আগস্ট) বিকেলের দিকে গোয়ালন্দ পৌরশহর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর আওতায় নিষিদ্ধ ঘোষিত প্রায় ২০০ কেজি পলথিন শপিং ব্যাগ জব্দ এবং অবৈধ ওই পলিথিন মজুদের দায়ে সংশ্লিষ্ট চার জনকে ওই আইনে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দকৃত ওই পলিথিন নিয়মানুযায়ী নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তর রাজবাড়ীর পরিদর্শকের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে সহায়তা করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/টিএ