বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। রাতে তিনি নিজে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফেইসবুক পোস্টে নাজমুল লেখেন, আমি মো. নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে পদত্যাগ করছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের কারণ জানাবো।
এ বিষয়ে জানতে চাইলে নাজমুল গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগ করেছি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।
এফপি/টিএ