আশুলিয়ায় অবৈধভাবে আনা বিদেশি সিগারেটের চালান পাচারকালে ২ ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (২০ আগস্ট) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ির কয়ড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম ও বানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান ।
অভিযানে অংশ নেয়া আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম জানান, ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি সিগারেটের চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বাইপাইল এলাকায় তল্লাশি চৌকি বসায় যৌথ বাহিনী। এসময় একটি অটোরিকশা তল্লাশি করে ২ জনকে আটক করা করা হয়। জব্দ করা হয় আমদানি নিষিদ্ধ ও ট্যাক্স ফাঁকি দেয়া বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩ হাজার প্যাকেট বিদেশি সিগারেট। এর মধ্যে বেশ কিছু প্যাকেটে নকল রাজস্ব লেবেল সংযুক্ত রয়েছে। সিগারেটগুলোর মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিগারেটের চালান বাইপাইল থেকে টাঙ্গাইল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।
এফপি/টিএ