নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত সর্দার মামুনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১ একটি টিম।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত মামুনের বাড়ি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এসআই সামরুল ইসলাম।
পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে ডাকাতি করে আসছিল। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের টার্গেট করে কৃত্রিম যানজট সৃষ্টি করে গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে গাড়ির গ্লাস ভেঙে নগদ টাকা, মোবাইল ফোন ও মালামাল লুট করে নিয়ে যেতো। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ডাকাত সর্দার মামুনের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/টিএ