বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। পঞ্জাবি কমেডি জগতের কিংবদন্তি অভিনেতা জসবিন্দর ভাল্লা আর নেই। শুক্রবার (২২ আগস্ট) সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা। শোকের আবহ নেমে এসেছে পঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনেও।
৯০-এর দশক থেকে কমেডি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছিলেন জসবিন্দর ভাল্লা। নিখুঁত কমিক টাইমিং, ব্যঙ্গাত্মক সংলাপ ও স্বকীয় ভঙ্গিমায় তিনি পাঞ্জাবি সিনেমায় কমেডিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি রাজত্ব করেছেন এ অঙ্গনে।
‘গাদ্দি চালদি হ্যায় ছাল্লা মারকে’, ‘ক্যারি অন জাত্তা’, ‘জিন্দ জান’, ‘ব্যান্ড বাজে’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয় হয়ে ওঠেন তিনি। ‘দুলহা ভাট্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর। তবে ‘ক্যারি অন জাট্টা’ ট্রিলজিতে অ্যাডভোকেট ধিলনের চরিত্রে অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা পান, তা তাঁকে নিয়ে যায় অনন্য উচ্চতায়।
ব্যক্তিগত জীবনে তিনি চণ্ডীগড়ের চারুকলার শিক্ষক পরমদীপ কউরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাঁদের একমাত্র ছেলে পুখরাজ ভাল্লাও পাঞ্জাবি চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা। ২০০০ সালে প্রথম মিউজিক ভিডিওর মাধ্যমে অভিনয়ে আসেন পুখরাজ। পরবর্তীতে তিনি চলচ্চিত্রেও নাম লেখান। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্টুপিড ৭’-এ বাবা-ছেলে একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন ।অভিনয়ের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে হাসি উপহার দিয়ে গেছেন জসবিন্দর ভাল্লা। তাঁর চলে যাওয়া পঞ্জাবি সিনেমায় অপূরণীয় শূন্যতা তৈরি করবে।
এসএস/টিকে