২০১৪ থেকে নিষিদ্ধ ন্যান্সির জীবনে ঘটে যাওয়া ঘটনা সমূহ

সুকণ্ঠী শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। কিন্তু মাঝে ১০টা বছর তিনি বলতে গেলে হারিয়েই গিয়েছিলেন।

না, স্বেচ্ছায় এমনটি করেননি তিনি। একাধিকবার এই শিল্পী দাবি করেছেন, তাকে গাইতে দেওয়া হচ্ছে না, তার অনুষ্ঠান একের পর এক বাতিল করা হচ্ছে। 

এতে তিনি চরম হতাশায় ডুবে গিয়েছিলেন। বিষন্নতা তাকে ঘিরে ধরেছিল। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। অবশ্য সেই ঘটনাকে অনেকে আত্মহত্যা চেষ্টা পর্যন্ত রটিয়েছিল।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ন্যান্সির সুদিন ফিরেছে। কিন্তু জীবনের লম্বা সময়ের সেই ট্রমা তিনি ভুলতে পারেননি, কেউ পারে না। সম্প্রতি এ নিয়ে খোলামেলা কথাও বলেছেন এই গায়িকা।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ন্যান্সিকে জিজ্ঞেস করা হয়, ২০০৫ সাল থেকে আপনার সঙ্গীতাঙ্গনে যাত্রা, এসেই সবার মন জয় করেন। পেয়েছেন বড় বড় পুরস্কার। কিন্তু প্রথম কবে থেকে মনে হয়েছিল আমি আর সাধারণ মানুষের কাতারে নেই, তারকার কাতারে চলে এসেছন?



জবাবে ন্যান্সি বলেন, ‘শোবিজে প্রায় এক দশক পার হবার পরও আমার নিজেকে তারকা মনে হত না। আমি বরাবরই খুব সাদামাটা জীবন যাপন করি। কিন্তু ২০১৪ সালে যখন আমার এক ফেসবুক স্ট্যাটাসের কারণে চারপাশে ভীষণ রকম হইচই শুরু হল, অনেকেই তা নিয়ে লেখালেখি করছে, ফেসবুক তোলপাড় হয়ে যাচ্ছে, বাড়ির সামনে পুলিশ ভ্যান চলে এসেছে- তখন মনে হলো, তা আমি সাধারণ কেউ নই। আমি হয়ত বিশেষ কেউ, নয়ত আমার একটা স্ট্যাটাসকে কেন সবাই এতো গুরুত্ব দেবে?’

অনেকেই জানেন সেই স্ট্যাটাসটি কী ছিল। ন্যান্সির ভাষ্য, ‘বিগত সরকার বিরোধী একটা পোস্ট ছিল। আসলে আমি তো আমার মতামত প্রকাশ করেছি কেবল। আমি লিখেছিলাম যে, এখনই সময় আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। ওটা ছিল জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে।’

তিনি আরও বলেন, ‘২০১৩ সালের শেষের দিক থেকে এবং ২০১৪ থেকেই তো একের পর এক আমার জীবনে অ্যাটম বোমা ফেস করতে হয়েছে। আমি যে ধরনের গান করি সেটা তো আসলে ওপেন এয়ার কনসার্টের উপোযোগী নয়। মূলত কর্পোরেট শো আর টেলিভিশনেই আমার গাওয়ার জায়গা। এইসব জায়গাতে আমি নিষিদ্ধই ছিলাম। বেশিরভাগ প্রোগ্রামেই তো প্রধান অতিথি হিসেবে কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সচিবকেই রাখা হয়। ফলে অনুষ্ঠানের আগেই তাদের কাছে শিল্পীর তালিকা পাঠাতে হত। আমার নাম দেখলেই বাদ দেওয়া হত, অনেক সময় আয়োজকরাই ঝামেলা এড়াতে আমাকে নিতেন না তাদের অনুষ্ঠানে। নিষিদ্ধ ছিলাম, অনেক প্রোগ্রাম চূড়ান্ত করার পরও বাতিল হয়ে যেত। মন খারাপ যে হত না, তা নয়। আমার কাজ করার সক্ষমতা থাকা স্বত্ত্বেও করতে দেয়া হচ্ছে না এ নিয়ে প্রচণ্ড রকম ক্ষোভ ছিল। আমার সহশিল্পীদের প্রতিও আমার ক্ষোভ ছিল। প্রথম দুই তিন বছর ড্রিপেশনের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলাম। আমাকে ওষুধও খেতে হত, সেটাকে অনেকে আত্মহত্যা চেষ্টা বলেও রটিয়েছে। সে গল্পের দিকে আমরা নাই যাই। ২০১৭ থেকে আমার তারখাখ্যাতি বা কাজ করার সক্ষমতা থাকতেও করতে পারছি না, এসব নিয়ে ভাবনা বন্ধ করে দিই।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দুবাইয়ে সিরিয়াকে ২-০ গোলে হারাল বাংলাদেশ Oct 08, 2025
img
মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলায় প্রাণ গেল ৪০ জনের Oct 08, 2025
img
দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মাউশির মহাপরিচালক Oct 08, 2025
img
উইকেটের পেছনে সোহানকে দেখতে চান মিরাজ Oct 08, 2025
img
নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও কামাল, প্রজ্ঞাপন জারি Oct 08, 2025
img
আবরার ফাহাদের শাহাদাত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা হিসেবে কাজ করেছে : তথ্য উপদেষ্টা Oct 08, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর Oct 07, 2025
img
ভারতের অর্থায়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি Oct 07, 2025
img
ইলিয়াস কাঞ্চনের অস্ত্রোপচার করেছে তিনটি রোবট! Oct 07, 2025
img
দারুণ লড়াই করেও ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ Oct 07, 2025
img
ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন দিতির কন্যা Oct 07, 2025
img
বাংলাদেশ-সৌদির অর্থনৈতিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা Oct 07, 2025
img
মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভারতীয়দের ভিসা ধস Oct 07, 2025
img
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ কর্মীকে কারাগারে প্রেরণ Oct 07, 2025
img
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে Oct 07, 2025
img
‘পরে সরি বলার টাইম পাবেন না’ Oct 07, 2025
img
অন্যায়ের কাছে মাথানত করা যাবে না : শিবির সভাপতি Oct 07, 2025
img
অক্টোবরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৫৫ কোটি ডলার Oct 07, 2025
img
আবারও ঝড় তুললেন নোরা ফাতেহি Oct 07, 2025
ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন মুখ পেল অস্ট্রেলিয়া Oct 07, 2025