ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি জানিয়েছেন, নতুন ফুটবলার দলে টানতে বিদায়ী খেলোয়াড়দের অপেক্ষা করবে না ক্লাব। গ্রীষ্মের দলবদলে কয়েকজন খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইলেও দলকে শক্তিশালী করতে তারা সমান্তরালভাবে নতুন খেলোয়াড় কিনবে বলে জানান তিনি।
গত জুলাইয়ে ইউনাইটেড জানিয়েছিল, পাঁচজন খেলোয়াড় দল ছাড়তে চান। এর মধ্যে মার্কাস র্যাশফোর্ড ধারে যোগ দিয়েছেন বার্সেলোনায়। তবে আলেহান্দ্রো গার্নাচো, আন্তোনি, টাইরেল মালাসিয়া ও জেডন স্যানচো এখনো রয়েছেন ক্লাবে। এই চারজনকে দলে না রেখেই গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজিয়েছিলেন অ্যামুরি। ম্যাচে ১-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করে ইউনাইটেড।
লিগে পরবর্তী ম্যাচে রবিবার ফুলহ্যামের মুখোমুখি হবে তারা। ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আমুরি বলেন, “আমি জানি, খেলোয়াড়দের এই অবস্থায় থাকা ভালো নয়। তারা অন্য ক্লাবে খেলতে চায়, এটা আমরা জানি। তবে আমরা কারো চলে যাওয়ার পরেই নতুন খেলোয়াড় নেব—এমন নয়। অন্য খেলোয়াড়কে আনার জন্য আমরা কারো চলে যাওয়ার অপেক্ষা করছি না, করবোও না। আমরা যেভাবে সম্ভব দলকে শক্তিশালী করব।”
এই গ্রীষ্মে এখন পর্যন্ত প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে বেনিয়ামিন শেশকো, মাতেউস কুইয়া এবং ব্রায়ান এমবুমোকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি দলবদলের জানালা বন্ধ হবে আগামী ১ সেপ্টেম্বর।
ইএ/টিকে