কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বিকেল তিনটায় চকরিয়া সরকারি কলেজ মাঠে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হতে থাকেন। ইতোমধ্যেই কলেজ মাঠ ও আশপাশে বিপুলসংখ্যক বিএনপি কর্মীর সমাগম ঘটেছে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি শুক্রবার বিকেলে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছান। প্রধান বক্তা হিসেবে থাকবেন তার সহধর্মিণী ও এই আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের চারবারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
কক্সবাজারের বৃহত্তম উপজেলা চকরিয়ার এ সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকা সেজেছে তোরণ, ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। দলীয় নেতাদের আশা, এ অনুষ্ঠানে অন্তত অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী জানিয়েছেন, সম্মেলনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপ-কমিটি গঠন করে প্রতিটি ধাপের জন্য আলাদা দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এবারের সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃত্ব কার হাতে যাচ্ছে, এ নিয়েই নেতা-কর্মীদের মধ্যে অধিক আগ্রহ।
উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ অনুষ্ঠিত সম্মেলনে আনসারুল ইসলাম সভাপতি এবং ফখরদ্দীন ফরায়েজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন এনামুল হক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এম মোবারক আলী।
পিএ/টিকে