রণবীর কাপুর আর আলিয়া ভাটের নতুন বাড়ি নিয়ে বলিউডে এখন হইচই। স্বপ্নের এই ‘লাভ নেস্ট’-এর ছবি ও ভিডিও একবার ছড়িয়ে পড়তেই অনুরাগীদের চোখ আটকে গেছে। বান্দ্রার পালি হিলে দাঁড়িয়ে থাকা ছ’তলা প্রাসাদপ্রমাণ বাড়িটির দাম নাকি ২৫০ কোটি টাকা! শোনা যাচ্ছে, এত দামী বাড়ি দেশে আর কোনো তারকার নেই।
এই বাড়ির ইতিহাসও বেশ চমকপ্রদ। একসময় এটি ছিল রাজ কাপুর আর কৃষ্ণা রাজ কাপুরের ভিটে। আশির দশকে সেটি ঋষি কাপুরের নামে লিখে দেওয়া হয়। সেই পুরনো বাড়িই এখন উত্তরাধিকার সূত্রে এসে রণবীর-আলিয়ার হাতে। কয়েক বছর ধরে চলা সংস্কার আর পুনর্নির্মাণ শেষে এবার প্রাসাদটি একেবারে ঝকঝকে নতুন রূপ নিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, অন্দরসজ্জা প্রায় শেষ। সবুজে ঘেরা বাড়ি থেকে আরব সাগরের অপূর্ব দৃশ্য ধরা পড়ে। আলিয়া-রণবীরকে নাকি প্রায়ই দেখা যেত নির্মাণকাজ তদারকি করতে। অনুরাগীদের আশা, খুব শিগগিরই দম্পতি মেয়ে রাহাকে নিয়ে উঠবেন নতুন আশ্রয়ে। শোনা যাচ্ছে, দীপাবলিই হতে পারে গৃহপ্রবেশের দিন।
সবচেয়ে আলোচনার বিষয়, দামের নিরিখে রণবীর-আলিয়ার বাড়ি শাহরুখ খানের বিখ্যাত ‘মান্নত’-কেও ছাড়িয়ে গেছে। অমিতাভ বচ্চনের ‘জলসা’ও পড়ে গেছে পিছিয়ে। অন্যদিকে, বাড়ি নিয়ে ব্যস্ত থাকলেও রণবীর-আলিয়া থেমে নেই কাজেও। সামনে আসছে তাদের ছবি লাভ অ্যান্ড ওয়ার।
এসএন