বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর একটি হিসেবে আলোচনায় এসেছে জটাধারী। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ছবিতে সিতারা চরিত্রে দিব্যা খোসলার প্রথম ঝলক, যা মুহূর্তেই দর্শকদের দৃষ্টি কেড়েছে। ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিওস, উমেশ কুমার বন্সাল ও প্রেরণা অরোরা। নির্মাতাদের দাবি, এ চলচ্চিত্র নতুনভাবে সংজ্ঞায়িত করবে পৌরাণিক অ্যাডভেঞ্চার ঘরানা, যেখানে থাকবে বৈশ্বিক সিনেমার পরিধি ও মহিমা।
ইতিমধ্যেই ছবির টিজার ভেঙেছে রেকর্ড। ৫ কোটির বেশি ভিউ ছুঁয়ে ফেলেছে এটি। চমকে দেওয়া ভিজ্যুয়াল, রহস্যঘেরা দৃশ্য আর শক্তিশালী কাস্টিং দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। সুদীর বাবুর তীব্রতায় ভরা অভিনয় এবং সোনাক্ষী সিনহার রূপান্তরমুখী চরিত্রচিত্রণ ইতিমধ্যেই আলোচনায়।
অভিনেত্রী দিব্যা খোসলা নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “জটাধারী কেবল একটি ছবি নয়, এটি এক অভিজ্ঞতা। আমাদের পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত হলেও এমন এক আঙ্গিকে নির্মিত, যা বৈশ্বিক মাত্রা এনে দেয়। সিতারা চরিত্রটি আমার জন্য ভীষণ তৃপ্তিদায়ক।”
জি স্টুডিওসের প্রযোজনা শক্তি আর প্রেরণা অরোরার আবেগ ও মহিমার সংমিশ্রণে গড়ে উঠছে এই মহাকাব্যিক চিত্রনাট্য। দর্শকরা পাচ্ছেন বৃহৎ ক্যানভাসে নির্মিত হলেও হৃদয়স্পর্শী এক গল্প, যা ভারতীয় চলচ্চিত্রে নতুন মাইলফলক ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে।
এমকে/এসএন