বলিউডে পাপারাজ্জিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নতুন কিছু নয়, এবার সেই ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী মিনি মাথুর। ঘটনার সূত্রপাত কাজলের সম্প্রতি প্রচারিত ছবি ও ভিডিও থেকে। ট্রায়াল ছবির প্রচারে কাজল একটি কালো বডিকন ড্রেস পরে আসেন। সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় এবং পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়ার কারণে নায়িকার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্টভাবে ফুটে ওঠে, যা নিয়ে শুরু হয় ট্রোলিং।
মিনি মাথুর অভিযোগ করেন, ‘‘খুব কাছ থেকে ইচ্ছা করেই পাপারাজ্জিরা এই ছবি তুলেছেন। এতে কাজলের শরীরের বিভিন্ন অংশ স্পষ্টভাবে ক্যামেরায় এসেছে। আর সেই কারণেই নায়িকাকে এত কটাক্ষের শিকার হতে হচ্ছে।
কাকে কেমন দেখতে লাগবে সেটাও কি আপনারাই ঠিক করে দেবেন?’’
নেটিজেনরা ছবিটি নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ করেন, যেমন ‘মোটা হয়ে গিয়েছেন’, ‘আপনি কি অন্তঃসত্ত্বা?’ তবে কাজল নিজে এসবের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি ট্রোলিং উপেক্ষা করে পুরো প্রচারপর্বে মনযোগী ছিলেন, দর্শক ও মিডিয়ার সামনে তার পেশাদারিত্ব বজায় রেখেছেন।
মিনি মাথুরের মন্তব্য এই ইস্যুকে আবারও সামনে তুলে ধরেছে বলিউডে পাপারাজ্জিদের নিকটবর্তী অবস্থান এবং অন্যদের ব্যক্তিগত সীমা লঙ্ঘন নিয়ে বিতর্ক।
এমকে/এসএন