বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন গোপালগঞ্জ ও গাজীপুরের দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। এরমধ্যে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালিপাড়া, গোপালগঞ্জ’ থেকে বাদ পড়েছে বঙ্গবন্ধুর নাম। নতুন নামকরণ করা হয়েছে ‘পল্লি উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’। একইভাবে গাজীপুরের ‘শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নারী প্রশিক্ষণ একাডেমি, জিরানী, গাজীপুর’।
রোববার (২৪ আগস্ট) প্রকাশিত বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের সই করা পৃথক দুটি স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালিপাড়া, গোপালগঞ্জ’-এর নাম পরিবর্তন করে ‘পল্লি উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’ করা হয়েছে। একইসঙ্গে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরের ‘শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি’র নাম বদলে রাখা হয়েছে ‘নারী প্রশিক্ষণ একাডেমি, জিরানী, গাজীপুর’।
কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নামগুলো সরকারি কাগজপত্র, অফিসিয়াল নথি ও অন্যান্য কার্যক্রমে অবিলম্বে ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও নথিপত্রেও নতুন নাম সংযুক্ত করতে হবে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবার, আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার আরও দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো।
কেএন/এসএন