লালমনিরহাটের হাতীবান্ধায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেজ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নয়ানখাল ডাঙ্গারহাট এলাকার আরব আলীর ছেলে ফাহিম ইসলাম (১৮) ও দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন যুবক মোটরসাইকেলযোগে তিস্তা ব্রিজ এলাকা থেকে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোকাদ্দেজ নগর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তাদের মোটরসাইকেল ছিটকে গিয়ে পাশের একটি গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই ফাহিম ও সবুজ মারা যান। গুরুতর আহত অপর এক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এক গনমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমকে/এসএন