ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) আটক ওই কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত ছিলেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-২। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
আরিফুজ্জামান সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত হয়ে ভারতের বসিরহাটের ভারত-বাংলাদেশ স্বরুপনগর বিথারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বিথারী সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্বরূপনগর থানা-পুলিশের হাতে তুলে দেয়। স্বরূপনগর থানা-পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং নিজের জীবন বাঁচাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর আজ রোববার স্বরূপনগর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।
আদালতে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪এ (খ) ধারা এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টের ১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর হলো—স্বরূপনগর পিএস কেস নং-৫৬৬/২০২৫। মামলার নথি থেকে আটক পুলিশ কর্মকর্তার যে পরিচয় পাওয়া গেছে, তাতে জানা যায় আরিফুজ্জামানের (৪৮) বাড়ি নীলফামারী সদর থানার সাহিপাড়া গ্রামে। তার বাবার নাম আফসার আলী আহমদ।
ইউটি/টিএ