কুষ্টিয়ার খাজানগর গ্রামের মোতালেব মিস্ত্রির মেয়ে বৃষ্টি খাতুনকে চীনের যুবক শি জিং ইউ বিয়ে করেছেন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয়েছে সোহান আহমেদ।
রোববার (২৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার আদালতের নোটারি পাবলিক কার্যালয়ে বিয়ে সম্পন্ন হয়। এর আগে শি জিং ইউ চীনের জিয়াংসি প্রদেশের হেনান শহর থেকে রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশনসহ সব কার্যক্রম শেষে রাত তিনটার দিকে তিনি বাইরে আসেন, যেখানে বৃষ্টি খাতুন ও তার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।
বিয়ের দিন সকাল সোয়া এগারোটার দিকে তারা কুষ্টিয়ার নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হন। এরপর শি জিং ইউ বৌদ্ধ ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নতুন নাম সোহান আহমেদ রাখেন। নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।
শি জিং ইউ বলেন, ‘আমরা দুজন একে অপরকে ভালোবাসি। এটি খুব স্বাভাবিক ব্যাপার। আমরা এক সঙ্গে থাকতে চাই।’ তবে বৃষ্টি খাতুন বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করেন। তার পাঁচ মাস আগে অনলাইনে শি জিং ইউয়ের সঙ্গে পরিচয় হয়। বৃষ্টি খাতুনের দুলাভাই এনামুল হক বলেন, ‘ওরা দুজন একে অপরকে ভালোবাসে। আমাদের পরিবার বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেছে।’
এই বিয়ে কুষ্টিয়া আদালত পাড়ায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ইউটি/টিএ