বলিউডের বাদশা শাহরুখ খান কখনোই শুধু পর্দার কিং নন, বরং তিন সন্তানের প্রতি তিনি একজন দৃষ্টান্তমূলক বাবা। তবে মেয়ে সুহানা খান যেন তাঁর বিশেষ আদরের। সম্প্রতি সুহানা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিজের ছবি একবারে নজর কেড়েছে নেটিজেনদের। ছবিতে বেইজ রঙের পোশাকে সেজে, টপ নট চুল বাঁধা, হাতে ক্লাচ নিয়ে দাঁড়ানো সুহানা লিখেছেন, ‘সং অ্যান্ড মাসকারা অন রিপিট’।
এই ছবির প্রথম কমেন্টই করেছেন শাহরুখ খান। কমেন্টে লিখেছেন, ‘হ্যাঁ, বদলে গিয়েছে কিন্তু তাও আগের মতোই সুন্দর।’ এভাবেই আবারও প্রকাশ পেল বাবার মেয়ে প্রতি অগাধ ভালোবাসা।
উল্লেখযোগ্য, শাহরুখের ছেলে আরিয়ান খান পরিচালিত ও অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ এ মজেছেন শাহরুখ কন্যা। আরিয়ান যখন সিরিজের কাজে ব্যস্ত, তখন সুহানা ব্যস্ত ছিলেন ‘দ্য আর্চিজ’ শুটিংয়ে।
এছাড়া, ভবিষ্যতে তাঁকে বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে দেখার সুযোগ মিলবে দর্শকদের।
শাহরুখের সন্তানদের প্রতি বাবা হিসেবে উষ্ণ মনোভাব ও মেয়ে সুহানার প্রতি বিশেষ স্নেহ এই মুহূর্তে ফ্যানদের মনে আলো ছড়িয়েছে।
এমকে/এসএন