বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অত্যন্ত সাবধানতার সঙ্গে তাঁদের সন্তান দুয়ার-এর ব্যক্তিগত জীবন রক্ষা করছেন। ৮ সেপ্টেম্বর দুয়ারের এক বছর পূর্ণ হবে। জন্মের পর থেকে তাঁরা মাত্র দুই পায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন; তার বেশি কোনো ছবি প্রকাশ্যে আসেনি।
কিন্তু সম্প্রতি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনা ঘটে। সেখানে দীপিকা কলে ছোট্ট দুয়ারকে বসিয়ে রাখার সময় যে ব্যক্তি ভিডিও করছিল, তাকে দীপিকা সরাসরি ক্যামেরা বন্ধ করার অনুরোধ জানান। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় দীপিকা ক্ষুব্ধ হয়েছেন।
দীপিকার অনুরাগীরাও এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। অনেকে মন্তব্য করেছেন, “মা-বাবার সিদ্ধান্তকে সম্মান করতে শিখুন” বা “দীপিকা প্রথম থেকেই সন্তানকে ক্যামেরার সামনে আনতে চান না। তাহলে কেন এরকম করছেন?” এছাড়া কেউ বলেছেন, “এই ভিডিওটি এখুনি সোশ্যাল মিডিয়া থেকে নামিয়ে দিন।”
দীপিকা-রণবীর দম্পতির এই সতর্কতা এবং ব্যক্তিগত জীবনের সংরক্ষণ তাদের নেটিজেনদের কাছে একবারে নজর কাড়েছে।
এমকে/এসএন