রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে। ইয়ালিনিকে ঘিরে তাই জল্পনারও শেষ নেই। যেমন, ‘ডান্স বাংলা ডান্স’-এর একটি পর্বের শুটিংয়ে মায়ের সঙ্গে সেটে হাজির। সেই ছবি ছড়াতেই নতুন জল্পনা, শুটিং করছে নাকি ‘রাজকন্যে’? ছবিতে দেখা গিয়েছে, নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এসে সে আর এক বিচারক যিশু সেনগুপ্তের কোলে। মন দিয়ে শুনছে তার কথা। পাশে বসে অভিনেত্রী মা তিন জনকে নিয়ে নিজস্বী তোলার চেষ্টা করে যাচ্ছেন।
নিয়মিত পর্বের পাশাপাশি জি বাংলার সমাপ্তি অনুষ্ঠানের শুটিং-ও চলছে। সেই বিশেষ অনুষ্ঠানেই কি ইয়ালিনিকে দেখা যাবে?
তিনি শুটিংয়ে ব্যস্ত। তার হয়ে কথা বলেছেন আপ্তসহায়ক রাজদীপ ঘোষ। তিনি বললেন, “এ সব কিছুই না। কোনও কারণে মায়ের জন্য মনখারাপ করছিল ইয়ালিনির। কিছুতেই শুভশ্রীকে ছাড়ছিল না। সে দিন মায়ের সঙ্গে তাই সেটে এসেছিল।” সেটে এসেই নাকি মন ভাল একরত্তির। কখনও যিশুর কোলে। কখনও উপস্থিত বাকি খুদে সঞ্চালকদের সঙ্গে খেলাধুলোয় মেতে গিয়েছিল।
রাজদীপের কথায়, “ছোট হলে কী হবে, খুব মিশুকে। কোনও জড়তা নেই। সে দিন সকলের সঙ্গে আনন্দ করে কাটিয়েছে।” এর আগে মায়ের সঙ্গে মেয়ে দিব্যি ফটোশুট করেছে। তখন ইয়ালিনি আরও ছোট। ক্যামেরার সামনে ওই বয়সেই কী অনায়াস সে! মায়ের মতো মেয়েও অভিনয়ে আসবে?
প্রশ্ন শুনে হেসে ফেলেছেন শুভশ্রীর আপ্তসহায়ক। জানিয়েছেন, মাত্র দেড় বছর বয়স ‘রাজশ্রী’র শিশুকন্যার। তাই পরিচালক বাবা বা অভিনেতা মা বিষয়টি নিয়ে একেবারেই ভাবছেন না।
এমআর