এবার কিছুটা চুপিসারে বাগদান সেরে ফেললেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। ছেলে অর্জুনের সঙ্গে সানিয়া চান্দোকের বাগদান হবার পর শচীন নিজেই এ খবর দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
শচীনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ১৪ আগস্ট শচীনপুত্র অর্জুনের সাথে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছে। শিগগিরই বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে।
তরুণ ক্রিকেটার অর্জুন ব্যক্তিগত জীবনে বড় পদক্ষেপ নেওয়ার খবর প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। তবে এনিয়ে অর্জুন টেন্ডুলকার এবং সানিয়া চান্দোকের পরিবার কিছু জানায়নি। এখন শচীন টেন্ডুলকার ছেলের ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘আস্ক মি এনিথিং’ এর একটি পর্বে শচীনের কাছে জানতে চাওয়া হয়, অর্জুন কি সত্যিই বাগদান করেছেন। শচীন বলেন, হ্যাঁ, সে করেছে এবং আমরা সবাই খুব উত্তেজিত।
মুম্বাইয়ের বিশিষ্ট উদ্যোক্তা রবি ঘাইয়ের নাতনি হন সানিয়া। আতিথেয়তা এবং খাদ্য শিল্পে অবদানের জন্য সুপরিচিত ঘাই পরিবার। তারা ইন্টার কন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারির মালিক।
এনডিটিভির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অর্জুন এবং সানিয়া ব্যক্তিগতভাবে বাগদান করেছিলেন, উভয় পক্ষের কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শচীনের ছেলে অর্জুন একজন বাঁহাতি পেসার, যিনি ব্যাট হাতেও ভালো করছেন ঘরোয়া ক্রিকেটে। মূলত গোয়ার হয়ে তার ক্যারিয়ার শুরু হয়। ১৭টি প্রথম শ্রেণীর খেলায় তিনি ৩৭টি উইকেট এবং ৫৩২টি রান করেছেন।
অর্জুন ২৪টি টি২০ খেলেছেন, ২৭টি উইকেট এবং ১১৯টি রান করেছেন। তিনি ১৮টি ওয়ানডে (লিস্ট এ) খেলেছেন, ২৫টি উইকেট এবং ১০২টি রান করেছেন।
এই ফাস্ট বোলার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। ২০২৩ সালে আইপিএলে অভিষেক। সেই মৌসুমে চার ম্যাচে তিন উইকেট নেন। পরের মৌসুমে অর্জুন এক ম্যাচ খেলে উইকেটশূন্য থাকেন।
এমআর