পরিচালনায় নাম লেখালেন ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত। নির্মাণ করেছেন মিউজিক ভিডিও। ‘দুগ্গা মা এসেছে’ শিরোনামের এ গানে মডেল হয়েছেন সৌরভ দাস ও দর্শনা বণিক দম্পতি।
যিশু বলেন, ‘শুধু গান নয়, তার মধ্যে একটা গল্প বলতে চেয়েছিলাম।
সেটা মাথায় রেখেই গানটি তৈরি করেছি।’
পরিচালনা করার ব্যাপারে আগ্রহ ক্রমে বাড়ছে জানিয়ে এই অভিনেতা বলেন, “আমি জীবনে অনেক ‘জলছবি’ করেছি। এমন অনেক সময়ে হতো, বিভিন্ন দৃশ্য আমাকেই পরিচালনা করে নিতে হয়েছে। বাংলা ধারাবাহিকে এপিসোড ডিরেক্টর হিসেবেও কাজ করেছি।
এত বছর ধরে কাজ করার কারণে বিভিন্ন পরিচালকের থেকেও অনেক কাজ শিখেছি। যেমন ঋতুদার (ঋতুপর্ণ ঘোষ) থেকে অনেক কাজ শিখেছি। আমার মনে হয়, ছবি পরিচালনার কাজ পারব। কেমন হবে, সেটা অবশ্যই দর্শকরা বিচার করবেন।
জানা গেছে, চলতি সপ্তাহেই গানটি মুক্তি পাবে।
এমকে/এসএন