বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, লোকমান হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটিতে জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘লোকমান হোসেন ডাকুয়া বিস্ফোরক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
ইউটি/টিএ