গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পান্তাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের চম্পাতলী গ্রামের মৃত মনসুর আলীর ছেলে হামিদুল (৩৭) ও নবাব আলীর ছেলে রকি (২৮)। আহত ভ্যানচালকের নাম রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী অটোভ্যান গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ভ্যানটি মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং ভ্যানচালক আহত হন। পরে স্থানীয়রা আহত রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী মারা গেছেন। আহত চালক চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর চালকসহ কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।
এমআর/এসএন