রুমিন ফারহানা একাই যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি: গোলাম মাওলা রনি

‘রুমিন ফারহানা রাজনীতির একজন রায়বাঘিনি। বিএনপিতে তার মতো নেত্রী খুব একটা নেই। এমনকী তার মতো সাহসী ও বুদ্ধিমতী হওয়ার কারণে বিরোধী পক্ষের সবাই রুমিন ফারহানাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন’।—সোশ্যাল মিডিয়ায় রুমিন ফারহানা সম্পর্কে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে রুমিন ফারহানার প্রসঙ্গে কথা বলেন রনি। যেখানে রুমিন ফারহানার রাজনৈতিক ব্যক্তিত্ব ও তার সম্ভ্রান্ত পরিবারের বিষয়ে কথা বলেন। রনির মতে, রুমিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অন্যদের চেয়ে অনেক বেশি সম্মানের। রুমিনকে ‘বিউটি উইথ ব্রেইন’ হিসেবেও আখ্যায়িত করেন রনি।

সেই সঙ্গে রুমিনদের মতো তুখোড় নেতৃত্বদের শক্ত সমর্থন না দেওয়াটা বিএনপির রাজনৈতিক ভুল বলেও ব্যাখ্যা করেন রনি।

রনি বলেন, ‘রুমিন ফারহানার বাবা ওলিহাদকে যারা চিনেন সেই দিক থেকে বিএনপিতে আসলে তার সঙ্গে বড় কথা বলার মত কেউ নেই। মানে পেছন থেকে আপনি হিংসা করতে পারেন, নারী হিসেবে বা পুরুষ হিসেবে কটাক্ষ করতে পারেন, তার যৌবন নিয়ে তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন। কিন্তু ওয়ান টু ওয়ান তাকে নিয়ে প্রকাশ্যিক কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প লোক আছে।

হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বলতেন ‘এই তুমি কে?’, সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতেন না। তিনিও বলতেন ‘আপনি কে?’ আপনি কে- এ কথা বলার ক্ষমতা রুমিন ফারহানার আছে বা ছিল।’

রনি আরো বলেন, ‘নারী যখন ব্রেইনি হয় মানে বিউটি উইথ ব্রেন। তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে। আমাদের দেশে কি হয়? তুলুতুলু পুতুপুতু এ ধরনের মেয়েদের পছন্দ করে।’

দলের দুঃসময়ে রুমিন ফারহানা বিএনপির জন্য একাই লড়েছেন উল্লেখ করে রনি বলেন, ‘সংসদে হাসতে হাসতে কথা বলে যখন তিনি মাইক ধরেছেন তখন আওয়ামী লীগের স্পিকার থেকে শুরু করে সবাই বুঝতে পারতো না যে তিনি আসলে কী বলছেন এবং পুরো সময়টি সংসদকে যেভাবে মাতিয়ে রেখেছিলেন, আকর্ষণীয় করে ফেলেছিলেন, প্রাণ দিয়েছিলেন তা অবিশ্বাস্য।

মানে বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিলেন একাই। বিএনপির ১০০ জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা না করতেন সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল। এরপরে টেলিভিশন টকশোতে এই মুহূর্তে বিএনপির যে সকল তারকা রয়েছেন তার মধ্যে এক নম্বর তারকা হলেন রুমিন ফারহানা।’

তবে রুমিন ফারহানার পক্ষে সেভাবে বিএনপির শক্ত অবস্থান দেখছেন না রনি। এমনকি বিভিন্ন জেলায় বিএনপি তাদের ত্যাগী অনেক নেতাকর্মীকে কোরবানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন রনি। তিনি বলেন, ‘রুমিন ফারহানাকে নিয়ে বিএনপিতে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে মূলত রুমিন ফারহানার যতটা না ক্ষতি হবে, একই ক্ষতি বিএনপির হবে। যারা জামায়াতের টার্গেট হয়েছে যারা এনসিপির টার্গেট হয়ে আছে, এই জায়গাটাতে তাদের ক্ষতি হবে বেশি। যেমন দেখা গেল কুমিল্লাতে মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে একটা সুযোগ দিয়ে ওখানকার অনেক বিএনপি নেতা তাদের নিজেদের নেতাকে কোরবানি করতে চাচ্ছে। এই জায়গাগুলো বিএনপিকে রিপেয়ার করতে হবে। কিন্তু বিএনপি সেই কাজগুলো না করে উল্টো যে নীরবতা পালন করছে, নিজের দলের যারা বিপদের দিনের বিশ্বস্ত বন্ধু তাদেরকে জবাই করার, তাদেরকে কোরবানি দেওয়ার বা তাদেরকে শ্মশানে পাঠানোর যে নীরবতা অবলম্বন করছে এটি আল্টিমেটলি এই দলটিকে শেষ করে দিবে।’

এফপি/ এস এন

Share this news on:

সর্বশেষ

img
৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১০ হাজার শিক্ষার্থী Jan 19, 2026
img
দ্বৈত নাগরিকত্ব জটিলতার পরও বৈধ ২০ প্রার্থী Jan 19, 2026
img
মাত্র ৩০ মিনিটে শেয়ারবাজারে লেনদেন ৮৬ কোটি ১৭ লাখ টাকা Jan 19, 2026
যেকারণে আপনার রোজা রেখেও লাভ নেই | ইসলামিক জ্ঞান Jan 19, 2026
তারেক রহমানের সমান নিরাপত্তা চায় জামায়াত Jan 19, 2026
img
রাবাতের বিশৃঙ্খল পরিস্থিতিকে কীভাবে দেখছেন মরক্কো কোচ? Jan 19, 2026
img
পাকিস্তান সফরে থাকছেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের পাঁচ তারকা Jan 19, 2026
img
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস Jan 19, 2026
img
মানবতাবিরোধী অপরাধে ছেলেসহ শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ জমা Jan 19, 2026
img
জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা Jan 19, 2026
img
মিরপুর উইকেটের সমালোচনা করলেন আমের জামাল Jan 19, 2026
img
আমিরের প্রযোজনায় ফের বীর দাস ও ইমরান খান! Jan 19, 2026
img
নির্বাচনকালীন ২৩ দিন সব পরীক্ষা স্থগিতের দাবি Jan 19, 2026
কিংবদন্তিদের সংস্পর্শে কাজ করে অনুপ্রাণিত মারিয়া Jan 19, 2026
img
অনেকেই বলে আমি কোটিপতি, অথচ অভ্যুত্থানের পর আমার আর্থিক অবস্থা বেশি খারাপ : মীর স্নিগ্ধ Jan 19, 2026
img
ভালো করতে না পেরে সাইফের দুঃখ প্রকাশ Jan 19, 2026
img
সারেন্ডার করেছি, হাইকোর্টে ফয়সালা হবে: গফুর ভূইয়া Jan 19, 2026
img
কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২৭ Jan 19, 2026
img
পি‌রোজপু‌রে যুবলীগ নেতা শিশির গ্রেপ্তার Jan 19, 2026
img
বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনল বিসিবি Jan 19, 2026