চার দিনের চীন সফরের অংশ হিসেবে হুয়াওয়ের এক্সিবিশন সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।সফরের প্রথম দিনের প্রথম ভাগে প্রতিনিধি দলটি প্রযুক্তির অগ্রগতি ও উদ্ভাবনমূলক কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং হুয়াওয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তি ও জ্ঞান আদান-প্রদান বিষয়ক আলোচনায় অংশ নেন।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এনসিপির আট সদস্যের প্রতিনিধি দলটি। দলের নেতৃত্বে রয়েছেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
প্রতিনিধি দলের এক সদস্য জানান, এই সফরের মাধ্যমে চীনের প্রযুক্তিগত উন্নয়ন ও ডিজিটাল রূপান্তর নীতিমালা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া সম্ভব হবে, যা পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগানো যেতে পারে।
সফরের বাকি দিনগুলোতে চীনের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র এবং সরকারি দপ্তর পরিদর্শনের কথা রয়েছে। সফর শেষে আগামী ৩০ আগস্ট প্রতিনিধি দলটির দেশে ফেরার কথা রয়েছে।
এমআর/টিএ