এখনো শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা ৪টি পথে যানচলাচল প্রায় বন্ধ আছে। শুধু জরুরি যানবাহনগুলোকে চলাচল করতে দিচ্ছেন তারা।

বুধবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১১টা থেকে এই মোড়ে যানচলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও এখনও তারা এখানে অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য না আসা পর্যন্ত তারা এখানে থাকবেন বলে বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে।

রাত ৮টার দিকে শাহবাগ মোড় ঘুরে দেখা গেছে, ইন্টার কন্টিনেন্টাল থেকে শাহবাগ রোডের উভয় পাশ, কাটাবন থেকে শাহবাগ রোডের উভয় পাশ, মৎস্য ভবন থেকে শাহবাগ উভয় পাশে বন্ধ রয়েছে। এই পথগুলোতে শুধু অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া টিএসসি থেকে শাহবাগ উভয় পথেও কম সংখ্যক যানবাহন চলাচল করছে। দেখা গেছে, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের মাঝে বসে অবস্থান করছেন। তারা নানা স্লোগানে মাতিয়ে রেখেছেন এলাকাটি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের প্রতিনিধিরা সরকারের উপদেষ্টাদের সঙ্গে দেখা করতে গেছেন। তারপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা আমাদের রক্তের মূল্য নিয়েই এই জায়গা ছাড়বো। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থীরা এসেছেন বুয়েটের হলে তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন বলেও শিক্ষার্থীরা জানান। 

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি তিনটি হচ্ছে– ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া; ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এরআগে বিকেলে শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটিতে আমাদের প্রতিনিধিত্ব না থাকায় আমরা সেটিকে প্রত্যাখ্যান করলাম।

ইউটি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
আবেগের ঝড় তুলে এলো তেরে ইশ্‌ক মেঁ- এর ট্রেলার Nov 15, 2025
img
'স্পিরিট'-এ প্রভাস আসছে নতুন লুকে Nov 15, 2025
img
জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার Nov 15, 2025
img
গত ১৪ মাসে সব কিছু তছনছ হয়ে গেছে, হায় আল্লাহ এটা কী হলো : গোলাম মাওলা রনি Nov 15, 2025
img
‘সাইয়ারা’ সিনেমার আন্তর্জাতিক পুরস্কার অর্জনে অভিভূত পরিচালক Nov 15, 2025
img
ফিটনেসে অনুপ্রেরণা পেয়েছি ধর্মেন্দ্র থেকে: সালমান Nov 15, 2025
img
দ্বিতীয় মৌসুমে চলচ্চিত্র জগতে পা রাখবেন হীরামণ্ডির নারীরা Nov 15, 2025
লক্ষাধিক রুশ বোমার উৎপাদনে চাপে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা Nov 15, 2025
মামদানির প্রতি নিউইয়র্কবাসীর আস্থা, প্রশাসনে যোগ দিতে ৫০ হাজার আবেদন Nov 15, 2025
একসময় ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনই নষ্ট করত শিক্ষার্থীদের ক্যারিয়ার : ফরহাদ Nov 15, 2025
img
ভিজয় দেবরকোন্ডার প্রশংসায় আবেগতাড়িত রাশমিকা মন্দানা Nov 15, 2025
img
কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি Nov 15, 2025
img
পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস Nov 15, 2025
img
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত Nov 15, 2025
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড! ঘটনায় ক্ষোভে/ ফুঁসছে সাধারণ মানুষের Nov 15, 2025
পুনরায় চালু হলো ঐতিহাসিক পি এস মাহসুদ Nov 15, 2025
img
'সাফল্যের জন্য ঘামই একমাত্র পথ' Nov 15, 2025
আখতার হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ! Nov 15, 2025
img
নতুন কোনো দাবি আমরা মানব না : মেজর হাফিজ Nov 15, 2025
img
তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 15, 2025