নতুন বছরের প্রথম ঘণ্টা ঘড়ির কাঁটা রাত বারোটার ঘরে ছুঁতেই বিনোদুনিয়ার তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। টলিউড থেকে বলিউড, ভক্তদের জন্য নিজেদের আনন্দময় মুহূর্তের চিত্র উন্মুক্ত করেছেন তারা। কেউ পরিবার-প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে উদযাপন করেছেন, কেউ আবার রাতপার্টিতে মজেছেন প্রিয় মানুষের সঙ্গে।
নায়িকা কৌশানী মুখোপাধ্যায় রাতপার্টিতে অংশ নিয়ে নতুন বছরকে স্বাগত জানান। ব্লোয়াক নুডল স্ট্র্যাপ ড্রেসে সেজেছিলেন তিনি, আর পার্টির আনন্দে মাতোয়ারা ছিলেন। একই সঙ্গে টলিপাড়ার পরিচিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা পার্টির মজা উপভোগ করেছেন। ঐন্দ্রিলা মনের মানুষ অঙ্কুশ এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।
মাতৃত্বের পর প্রথম নতুন বছরের সেলিব্রেশন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের। স্বামী সায়নদীপ ও একরত্তি ছেলের সঙ্গে তিনি নতুন বছরকে স্বাগত জানান। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন। তেমনি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও পরিবার-প্রিয়জন ও স্বামী রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে উৎসব পালন করেছেন।
২০২৫ সালে নবাব পরিবারের জীবন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও করিনা নতুন বছরের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল পোস্টে সেই বার্তা ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘২০২৫ সালটা আমার এবং আমার পরিবার ও সন্তানের জন্য কঠিন ছিল। আমাদের পাশে যারা সবসময় থাকলেন তাঁদের ধন্যবাদ। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।’
টলিউডের চর্চিত জুটি কাঞ্চন ও শ্রীময়ী রাতপার্টিতে একসঙ্গে ডান্স ফ্লোর মাতিয়ে দিয়েছেন, নিন্দুকদের মন্তব্যকে পাশ কাটিয়ে তারা নিজেদের আনন্দে মগ্ন ছিলেন। দেওলকন্যা এষা দেওল বাবা স্মরণে আকাশের দিকে তাকিয়ে ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
এভাবে বিভিন্ন তারকা নতুন বছরকে স্বাগত জানিয়ে নিজেদের জীবনের আনন্দ, পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত এবং ভক্তদের সঙ্গে যোগাযোগের সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন।
আরপি/এসএন