অভিনয়ের পাশাপাশি বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মেহজাবীন চৌধুরী। কাজের খবরের পাশাপাশি এ মাধ্যমে নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন এ অভিনেত্রী।
এবার তিনি জানালেন, নিজের পরিহিত একটি শাড়ি ভক্তকে উপহার দেবেন। তবে এর জন্য কিছু কাজ করতে হবে বলে সোশ্যালের এক পোস্টে জানান অভিনেত্রী।
‘ফ্যান গিভ অ্যাওয়ে’ উল্লেখ করে সেই পোস্টে একটি কালো রঙের শাড়ি পরা ছবি দিয়ে তিনি লেখেন, ‘আমার সাম্প্রতিক ছবির শাড়িটা আপনাদের এত পছন্দ হয়েছে যে ভাবলাম, সেটাই একজন ফ্যানকে উপহার দিই।’
এরপর শাড়িটি পেতে হলে কী করতে হবে, এমনটা জানিয়ে ভক্তদের উদ্দেশে তিনি কিছু নিয়ম উল্লেখ করেন। সেখানে মেহজাবীন জানান,
সেই পোস্টটির কমেন্টে আপনার কোনো প্রিয়জনকে ট্যাগ করুন, সেটা যে কেউ হতে পারে- মা, বোন, কাজিন কিংবা বন্ধু।
তারপর এই শাড়িটি কেন তাকে উপহার দেওয়া হবে, সেটি নিয়ে একটি কারণও বলতে হবে।
সর্বশেষ মেহজাবীনের সেই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করতে হবে। একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন অভিনেত্রী, আজ বিকেল দুপুর ৩টা পর্যন্ত। এর মধ্যে সেই নিয়ম যারা মেনেছেন তাদের মধ্য থেকে কাউকে চূড়ান্ত করে তাকে সেই শাড়িটি উপহার দেবেন বলে জানান তিনি।
মেহজাবীনের সেই পোস্টটিতে লাইক পড়েছে ৯ হাজারেরও বেশি এবং সেখানে মন্তব্য জমা পড়েছে প্রায় ৪ হাজারেরও বেশি।
এর কিছুক্ষণ পরেই দেখা গেছে অক্ষর খেলায় মেতেছেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে একটি মজার পোস্ট শেয়ার করে ভক্তদের মধ্যে উৎসব উদযাপন করেছেন তিনি।
পোস্টে মেহজাবীন লেখেন, ‘কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে! তাহলে খেলাটা শুরু করা যাক।’
অভিনেত্রীর এই আহ্বানে ভক্তদের সাড়া ছিল অভাবনীয়। ভক্তদের একগুচ্ছ মন্তব্যের উত্তর দেওয়ার মাধ্যমে মেহজাবীন নাম অনুমানের এই খেলা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মেহজাবীনকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছর, শঙ্খ দাশগুপ্তর সিনেমা ‘প্রিয় মালতী’তে। তার অভিনীত আরেকটি সিনেমা ‘সাবা’ আছে মুক্তির অপেক্ষায়। চলতি বছরই দেশের হলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইএ/টিএ