গণপতি উৎসবের আবহে জমজমাট মায়ানগরী। সেজে উঠেছে মুম্বইয়ের অলি-গলি। ফি বছর ঘটা করে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে গণপতি আরাধনা হয়। বলিপাড়ার যেসব সেলেবদের বাড়িতে জাঁকজমক করে সিদ্ধিদাতার আরাধনা হয়, তার মধ্যে অন্যতম রাজ-শিল্পার পুজো। তবে চলতি বছর সেই রীতিতে ছেদ পড়েছে।
শিল্পার পরিবারের উপর থেকে ‘অভিশাপ’ যেন কিছুতেই কাটতে চাইছে না! কখনও পর্নকাণ্ডে জড়িয়েছে স্বামী রাজ কুন্দ্রার নাম। কখনও বা বাজেয়াপ্ত হয়েছে ১০০ কোটির সম্পত্তি। শত বিপত্তির মাঝেই আবার সম্প্রতি কাছের মানুষকে হারিয়েছেন তারকাদম্পতি। আর পরিবারে শোকের আবহেই এবছর গণপতি আরাধনা থেকে বিরত শিল্পা শেট্টি।
প্রসঙ্গত, রাজ কুন্দ্রা যখন জেল থেকে ফিরেছিলেন, তখনও একাই দায়িত্ব নিয়ে বাড়িতে ধুমধাম করে পুজো সেরেছিলেন অভিনেত্রী। আর শিল্পার বাড়ির গণপতি বিসর্জন মানেই নায়িকার জম্পেশ মহারাষ্ট্রিয়ান নাচ। তবে এবছর সেসব হচ্ছে না। গণপতিকে বাড়িতে আনতে না পেরে তাই মন খারাপ শিল্পা শেট্টির। ফি বছর নিয়ম করে নিজের হাতে পুজোর আসর সাজান রাজ-শিল্পা। স্বজন, আত্মীয় সমাগমের পাশাপাশি অভিনেত্রীর বাড়িতে আসেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবরাও। তবে এবার আর সেসবের দেখা মিলবে না। কিন্তু কেন এবছর পুজো করলেন না অভিনেত্রী?
এপ্রসঙ্গে কুন্দ্রা পরিবারের তরফে শিল্পা শেট্টি জানিয়েছেন, “এবছর গভীর শোকের সঙ্গে আমরা আপনাদের জানাচ্ছি যে, পরিবারের শোকের কারণে আমরা এবার গণপতি উৎসব পালন করব না। রীতি অনুযায়ী ১৩ দিন শোক পালন করতে হবে আমাদের। তাই যে কোনও ধর্মীয় উৎসব থেকে বিরত থাকছি। আপনাদের সকলের সহানুভূতি এবং প্রার্থনা কাম্য।” আসলে গণপতি উৎসব শুরুর মুখেই নিকট আত্মীয়কে হারিয়েছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। অশৌচ থাকার কারণেই এবার পুজো করতে পারলেন না তাঁরা। আর সেই কারণেই পুজোর দিনে মন ভালো নেই অভিনেত্রীর।
ইএ/টিএ