বলিউড নয়, দক্ষিণী সিনেমার কিংবদন্তি নান্দামুরি বালাকৃষ্ণ এখন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে দারুণ উড়ান দিচ্ছেন। একের পর এক জমজমাট ছবি নিয়ে হাজির হচ্ছেন তিনি, আর তাতেই ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে।
সম্প্রতি শেষ করেছেন বহুল প্রতীক্ষিত আখণ্ডা ২ এর শুটিং। বালাইয়ার সঙ্গে এটি পরিচালক বয়াপাটি শ্রীনুর চতুর্থ ছবি। এর আগে এই জুটির হাত ধরে এসেছে একাধিক সুপারহিট, তাই নতুন ছবিটিও যে বক্স অফিসে ঝড় তুলবে এমন প্রত্যাশা ইতিমধ্যেই তৈরি হয়েছে। চলতি বছরই মুক্তি পাবে ছবিটি।
এরই মাঝে আরেকটি বড় ঘোষণা। ভীরা সিমহা রেড্ডি-র পর ফের পরিচালক গোপীচন্দ মালিনেনির সঙ্গে কাজ করছেন বালাকৃষ্ণ। নির্মাতারা আগেভাগেই জানিয়ে দিয়েছেন, এটি হতে যাচ্ছে ‘মাস এন্টারটেইনার’, যেখানে থাকছে জমকালো অ্যাকশন আর বাণিজ্যিক আবেদন।
তবে সবচেয়ে বড় চমক আদিত্য ৯৯৯। বালাকৃষ্ণ বহুদিন ধরে স্বপ্ন দেখছিলেন এই প্রকল্পের। পরিচালক কৃষ জাগারলামুড়ির হাতে তৈরি হচ্ছে ছবিটি। এটি আসলে কালজয়ী আদিত্য ৩৬৯-এর সিক্যুয়েল, আর এখান থেকেই চলচ্চিত্রে অভিষেক ঘটতে পারে বালাকৃষ্ণপুত্র মোক্ষজ্ঞ নান্দামুরীর।
একদিকে সিক্যুয়েল, অন্যদিকে নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার প্রস্তুতি সব মিলিয়ে বালাকৃষ্ণ প্রমাণ করছেন, বয়স বা সিনিয়রিটি নয়, আসল শক্তি হচ্ছে আবেগ আর গতি।
এমকে/টিএ