বলিউড অভিনেতা আর মাধবন যেন একেবারেই দম নেন না। একের পর এক বড় প্রকল্প নিয়ে ২০২৫ সালকে ব্যস্ত করে তুলেছেন তিনি। এবার তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে আরেকটি ব্যতিক্রমী ছবি ‘ব্রিজ’। সাসপেন্স আর আবেগঘন গল্পে নির্মিত এই ছবির শুটিং হয়েছে যুক্তরাজ্যে।
‘ব্রিজ’-এ মাধবনের সঙ্গে জুটি বেঁধেছেন রাশী খান্না, যিনি সম্প্রতি বলিউড ও ওটিটি প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে প্রশংসিত চরিত্রে কাজ করছেন। ছবির কাহিনি এক দম্পতিকে ঘিরে, যারা দশ বছর ধরে নিখোঁজ মেয়েকে খুঁজে ফেরে। টানটান উত্তেজনা আর আবেগের ভেতর দিয়ে এগিয়েছে ছবির প্লট।
দীর্ঘ বিরতির পর প্রায় দুই দশক পর আবারও মাধবনের সঙ্গে পর্দায় ফিরছেন সোহা আলী খান। দর্শকের মনে ‘রং দে বসন্তী’র স্মৃতি এখনও তাজা, আর তাই এ জুটির পুনর্মিলন ঘিরে কৌতূহল বাড়ছে বহুগুণ।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নিধি সিংহ ধর্মা ও নাগরাজ দেওয়াকার। নিধি এর আগে ‘মিশন মঙ্গল’-এর চিত্রনাট্য লিখে প্রশংসা কুড়িয়েছিলেন। অপরদিকে, নাগরাজ পরিচিত একজন সিনেমাটোগ্রাফার হলেও এই ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন।
শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে, চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের শেষ কিংবা ২০২৬ সালের শুরুতে মুক্তি পাবে ‘ব্রিজ’। নতুন গল্প, নতুন জুটি আর বহু প্রতীক্ষিত পুনর্মিলন সব মিলিয়ে দর্শকের প্রত্যাশা ইতোমধ্যেই আকাশচুম্বী।
এমকে/টিএ