গ্লোবাল তারকা রাম চরণ আসছেন নতুন চমক নিয়ে। বচ্চি বাবু সানার পরিচালনায় তাঁর আসন্ন প্যান-ইন্ডিয়া ছবি ‘পেড্ডি’ এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছবির প্রথম পরিচিতি গানটির শুটিং চলছে মাইসোরে। সেই দৃশ্যায়নেই তৈরি হচ্ছে বিস্ফোরক আবহ, যা ইতোমধ্যেই ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
এই বিশেষ গানের কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় জানি মাস্টার। এক হাজার নৃত্যশিল্পীর অংশগ্রহণে সাজানো এই দৃশ্যায়নে বাজছে এ আর রহমানের সুরারোপিত তুমুল শক্তিশালী গান। রাম চরণের নৃত্যভঙ্গি, উপস্থিতি আর তারকা আভা মিলিয়ে গড়ে উঠছে এমন এক এন্ট্রি, যা দর্শকদের মুগ্ধ করে রাখবে বলেই আশা করা হচ্ছে।
শুধু নাচ আর গানের ঝলক নয়, রাম চরণের শারীরিক রূপান্তর ও নিবেদনও ভক্তদের মনে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিটি দৃশ্যে তাঁর প্রাণপণ শ্রম ও আন্তরিকতা ফুটে উঠছে।
ছবিতে নায়িকা হিসেবে থাকছেন জানভি কাপুর। চিত্রগ্রহণ করছেন খ্যাতিমান আর রথনভেলু, আর সম্পাদনায় রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী নবীন নুলি। এতসব মিলে ‘পেড্ডি’ হয়ে উঠছে এক দৃষ্টিনন্দন চিত্রমালা।
ভৃদ্ধি সিনেমাস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ, যা রাম চরণের জন্মদিনের সঙ্গেই মিলিয়ে রাখা হয়েছে। তাই দিনটিকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা আরও বহুগুণে বাড়বে বলে মনে করা হচ্ছে।
এমকে/টিএ