বলি-অভিনেতা জন আব্রাহামের জিও-পলিটিকাল থ্রিলার ‘তেহরান’ প্রকাশের মাত্র কয়েকদিনেই দর্শকপ্রিয়তা ও স্ট্রিমিং রেকর্ড গড়েছে। জি৫ প্ল্যাটফর্মে ২০২৫ সালের দ্রুততম হিন্দি চলচ্চিত্র হিসেবে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ১০০ মিলিয়ন মিনিটের স্ট্রিমিং ছাড়িয়ে গেছে এই ছবি। শুরুতে দর্শক উচ্ছ্বাস এতটাই প্রবল ছিল যে, সপ্তাহের মধ্যে স্ট্রিমিং সময় দ্বিগুণ হয়ে ২০০ মিলিয়ন মিনিট অতিক্রম করেছে।
দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসে বিশেষ প্রদর্শনীর সময় জন আব্রাহাম ছাত্রদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। মুম্বাইয়ের বিখ্যাত বন্দরা-ওরলি সি লিংকে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনের মতো প্রচারণাও দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।
‘তেহরান’-এর কাহিনি পরিচালনা করেছেন দীনেশ বিজন। ছবিতে জন আব্রাহামের সঙ্গে অভিনয় করেছেন নীরু বাজওয়া, মানুশি চিল্লার এবং মধুরিমা তুলি। প্রকাশের পর থেকে ছবিটি ১৯০টির বেশি দেশে ট্রেন্ডিং হয়েছে এবং ভারতের ১৭টি রাজ্যের টপ-৩ চার্ট দখল করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেনা ও এপ্যাক অঞ্চলে ছবির জনপ্রিয়তা তীব্র।
এই সাফল্যের সঙ্গে ‘তেহরান’ জি৫-এর ২০২৫ সালের সবচেয়ে দেখা শিরোনাম হিসেবে উঠে এসেছে। ছবির থ্রিলিং গল্প, চমকপ্রদ ক্রমবিন্যাস এবং আন্তর্জাতিক দর্শককে আকৃষ্ট করার ক্ষমতা এটিকে একটি গ্লোবাল হিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এমকে/টিএ