সুপারস্টার রাজনীতিক-অভিনেতা রজনীকান্ত ঘোষণা করেছেন যে তিনি তার জীবনকাহিনী নিয়ে একটি আত্মজীবনী লিখছেন। এই বইটি শেষ হলে পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষকে ভ্রমণ করিয়ে দিয়ে ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সুপারস্টার হওয়া রজনীকান্তের জীবনের গল্প এমন একটি বায়োপিকের জন্য যথেষ্ট সম্ভাবনা রাখে।
প্রথম পর্যায়ে বইয়ের সম্পূর্ণতা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রজনীকান্ত। চলচ্চিত্রের নির্দেশক এবং প্রধান চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও নিশ্চিত নয়। সামাজিক মাধ্যমে এই বিষয়ে অনেক জল্পনা চলছে। কেউ মনে করছেন, অভিনেতা ধনুশই হতে পারেন রজনীকান্তের চরিত্রে অভিনয় করবেন, কেউ আবার মনে করছেন তিনি পরিচালক হিসেবেও যুক্ত হতে পারেন।
এদিকে সান পিকচার্স ও এভিএম স্টুডিওর মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠানও এই মহৎ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা যাচাই করছে। চলচ্চিত্রের জন্য অপেক্ষা করার আগে এই আত্মজীবনী সমাপ্তি হবে প্রথম ধাপ। কিন্তু দর্শক ও ভক্তরা ইতিমধ্যেই উত্তেজনায় ভাসছেন, কারণ এটি ভারতীয় সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত প্রজেক্টগুলোর একটি হওয়ার সম্ভাবনা রাখে।
এমকে/টিএ