ভারতীয় সিনেমায় ২০২৬ সালে আত্মপ্রকাশ করতে চলেছেন যশবর্ধন আহুজা। গোবিন্দার পুত্র এই নতুন তারকা ইতিমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন তার মায়ের সাহসী মন্তব্যের কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশবর্ধন আহুজার মা সুনীতা আহুজা জানিয়েছেন, তার ছেলে যে ছবি নিয়ে আসছেন তা সাইয়ারার চেয়েও ভালো হবে। উল্লেখ্য, সাইয়ারা হলো আহান পান্ডে ও অনীৎ পাড্ডা অভিনীত একটি ওয়াইআরএফ ব্যাকড ছবি।
সুনীতা আহুজা স্বীকার করেছেন, তিনি এখনও সাইয়ারা দেখেননি, কিন্তু যশবর্ধন নিজে তা ইতিমধ্যেই দুইবার থিয়েটারে দেখেছেন। তিনি নবাগতদের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “আমি চাই সব ছেলে-মেয়ে ভালো নাম কুড়াক।”
সেলিব্রিটি পটভূমি, শক্তিশালী লঞ্চপ্যাড এবং উচ্চ প্রত্যাশার সঙ্গে যশবর্ধনের আত্মপ্রকাশ ইতিমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে নজরদারী প্রজেক্টগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। নতুন প্রজন্মের ভক্তরা তার অভিনয় এবং ছবির সাফল্য নিয়ে উচ্ছ্বসিত।
এমকে/টিএ