বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অমল মালিক ‘বিগ বস’ সিজন ১৯ এ প্রবেশ করেই নিজের শেয়ার করেছেন হৃদয়ের অনেক অজানা কথা। সম্প্রতি শোয়ের একটি পর্বে তিনি স্বীকার করেছেন, তার স্কুলজীবনের ক্রাশ ছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অমল বলেন, শ্রদ্ধা শুধু তাঁর সিনিয়রই ছিলেন না, বরং খুবই ভালো মনের মানুষ এবং সোশাল মিডিয়ায় বিপুল ভক্তপ্রেম রয়েছে তাঁর।
অমল আরও জানান, শ্রদ্ধার অভিনীত ‘স্ত্রী’ ছবির একটি দৃশ্য বিশেষভাবে তার প্রিয়। সেখানে একটি গাড়ি দিয়ে চরিত্রটি সবাইকে ভয় দেখাচ্ছে এবং সেই দৃশ্য দর্শকরা উচ্ছ্বাসে হাততালি দিচ্ছিল। তিনি বলেন, এই দৃশ্য তারও প্রিয় ছিল এবং আজও মনে পড়ে।
অমল মালিক ‘বিগ বস’-এ শুধু ব্যক্তিগত ভক্তি প্রকাশ করেননি, বরং নিজের সঙ্গীত পরিবারের নানা বিষয়ও দর্শকের সামনে তুলে ধরেছেন। তিনি জানান, শোয়ের মাধ্যমে তিনি তার সঙ্গীতচর্চা, হিন্দি চলচ্চিত্রে পথচলা এবং আরও অনেক দিক দর্শকের সঙ্গে ভাগ করতে চান।
শোটি শনিবার, ২৪ আগস্ট থেকে পর্দায় এসেছে এবং সলমন খানের সঞ্চালনায় এবারের ‘বিগ বস’ দেখার জন্য দর্শকরা আগ্রহী। নতুন মৌসুমটি শুরুতেই আলোচনার জন্ম দিয়েছে এবং অমল মালিকের অকপট স্বীকারোক্তি দর্শক ও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে।
এসএন