অভিনয়ের অডিশনের নামে বড়সড় ফাঁদ। সকলকে এবিষয়ে সতর্ক করলেন হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় প্রযোজক একতা কাপুর। বুধবার নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি জানান যে, তাঁর প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মসের নামে একটি ভুয়ো সংস্থা অডিশন নিচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক করেন একতা।
একইসঙ্গে এদিন ওই পোস্টে তিনি লেখেন, ‘বালাজি টেলিফিল্মস লিমিটেড সবাইকে এ বিষয়ে অবগত করছে যে, বিশাল অ্যান্ড পূজা নামে একটি ভুয়ো সংস্থার ছত্রছায়ায় বালাজি টেলিফিল্মসের নাম করে পূজা নামে এক ব্যক্তি অডিশন নিচ্ছেন বলে জানা গিয়েছে। এ খবর একেবারেই সত্যি নয়। ওই সংস্থার সঙ্গে বালাজি টেলিফিল্মসের কোনও যোগাযোগ নেই।’
একতা আরও লেখেন, ‘বালাজি টেলিফিল্মসের যে কোনও অডিশন আমাদের সংস্থার তরফে নেওয়া হয় এবং তার জন্য কোনও নির্দেশিকা দেওয়া হলে তা আমাদের অফিশিয়াল সোশাল মিডিয়া পেজেই দেওয়া হয়। আমরা সঠিক ট্যালেন্ট খুঁজে নিতে সর্বদা আমাদের সবটুকু দিয়ে খোঁজ চালাই। তাই আমাদের সংস্থার নাম ভাঙিয়ে কোনও ভুয়ো সংস্থা এমন কাজ করলে তা থেকে বিরত থাকুন।’
এসএন