নতুন প্রেমের গল্প নিয়ে ২৯ আগস্ট আসছে ‘পরম সুন্দরী’
মোজো ডেস্ক 02:25PM, Aug 28, 2025
আগামী ২৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত রোমান্টিক চলচ্চিত্র ‘পরম সুন্দরী’। সিনেমাটি মুক্তির আগেই অনলাইনে শুরু হয়েছে আলোচনা, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ২০১৩ সালের ব্লকবাস্টার ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সঙ্গে এই ছবির সাদৃশ্য রয়েছে কি না। তবে এসব তুলনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।
সম্প্রতি মির্চি প্লাস-এর এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, “চেন্নাই এক্সপ্রেস আমার ভীষণ প্রিয় একটি ছবি। এটি একেবারেই আইকনিক। তবে পরম সুন্দরী সম্পূর্ণ ভিন্ন একটি গল্প। দীপিকা সেখানে একজন তামিল মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু আমি এখানে আধা-তামিল, আধা-মালায়ালি একটি মেয়ের ভূমিকায় আছি। আমাদের সিনেমার পরিবেশ, সংস্কৃতি এবং চরিত্রায়ন সবকিছুই আলাদা।”
তুলনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও, তিনি মনে করেন দক্ষিণ ভারতীয় চরিত্রদের নিয়ে এমন সাধারণীকরণ সঠিক নয়। জাহ্নবী বলেন, “এমন তুলনা হলে ভালোই লাগে, কারণ তা বোঝায় দর্শকের প্রত্যাশা আছে। তবে সবাইকে অনুরোধ করব ছবিটি দেখে নিজেরাই বুঝে নিন এটি কতটা আলাদা ও নতুন ধরনের গল্প।”
তুষার জলোটার পরিচালনায় নির্মিত ‘পরম সুন্দরী’-তে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা-কে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাজীব খান্দেলওয়াল ও আকাশ দাহিয়া। এক অনন্য সাংস্কৃতিক সংঘাতকে কেন্দ্র করে আবর্তিত এই প্রেমের গল্পটি বলিউডে নতুন মাত্রা আনবে বলেই মনে করা হচ্ছে।