পুলিশের গায়ে হাত দিলে ছাড় দেওয়া হবে না : ডিআইজি

ময়মনসিংহে ৩ দিনের ব্যবধানে পুলিশের ওপর পৃথক পৃথকভাবে দুটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ফলে এ ধরনের ঘটনায় জড়িতদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছে মাত্র ৩ দিনের ব্যবধানে পুলিশের ওপর ২টি পৃথক হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পুলিশ সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে পূর্ণ মনোবল নিয়ে কাজ করছে। কিন্তু পুলিশের ওপর হামলার ঘটনার মধ্য দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে যারা হামলার ঘটনা ঘটিয়েছে, তারা অভিযুক্ত। তাদেরকে আইনী দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। এসব ঘটনায় পুলিশের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। পুলিশের গায়ে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে গত ২২ আগস্ট ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় দুই পুলিশ সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, স্থানীয় দুইটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাঁধা দেওয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এতে দুই পুলিশ সদস্যসহ অভিযোগকারীকে আহত করা হয়। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে ১৭ জন। অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপরদিকে গত ২৫ আগস্ট ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মামলার তদন্ত করতে গিয়ে বিবাদী পক্ষের হামলার শিকার হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এক দম্পতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকার বাসিন্দা আব্দুর রশিদ (৫৫) এবং তার স্ত্রী জাহানারা বেগম (৪৬)।

কিন্তু এই ঘটনাটিকে আড়াঁল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হালুয়াঘাট পুলিশ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. সাগর সরকার। তিনি গণমাধ্যমকে বলেন, স্থানীয় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে আব্দুর রশিদ এবং তার স্ত্রী জাহানারা বেগমকে বিবাদী করে আদালতে একটি সি.আর মামলা দায়ের করে। গত ২৫ আগস্ট ওই মামলার তদন্তে যায় এসআই (উপ পরিদর্শক) মো. শহীদুল ইসলাম। এ সময় বিবাদী আব্দুর রশিদ এবং তার স্ত্রী জাহানারা বেগম ক্ষিপ্ত হয়ে পুলিশের সামনেই বাদি পক্ষকে গালমন্দ শুরু করে।

এতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম প্রতিবাদ করলে বিবাদী আব্দুর রশিদ, তার স্ত্রী জাহানারা বেগম এবং তাদের লোকজন তার ওপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। এ ঘটনার খবরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুর রশিদকে আটক করা হয়। এরপর তার স্ত্রী জাহানারা বেগম স্বামীকে ছাড়াতে থানায় আসলে তাকেও আটক করা হয়। পরে ওইদিন রাতেই সরকারি কাজে বাঁধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই শহীদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সাগর সরকার আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা আড়াল করতে আসামি পক্ষের লোকজন প্রপাগান্ড ছড়াচ্ছে। তবে পুলিশ আইনের দৃষ্টিতেই কাজ করছে। সরকারি কাজে বাঁধা কোনোভাবেই সহ্য করা হবে না।

পিএ/ এসএন

Share this news on:

সর্বশেষ

'নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি Dec 08, 2025
img
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পুলিশকে নিরাপত্তা তৎপরতা বাড়ানোর নির্দেশ Dec 08, 2025
img
আগামী সপ্তাহের মধ্যে গ্রাহকদের টাকা দেয়া শুরু করতে পারে সম্মিলিত ইসলামী ব্যাংক : আহসান এইচ মনসুর Dec 08, 2025
img
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ Dec 08, 2025
img
কেজিতে ৪০ টাকা কমলো পেঁয়াজের দাম Dec 08, 2025
বাংলাদেশে ফিরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চান সাকিব Dec 08, 2025
img
চট্টগ্রাম বন্দর, দিনে চাঁদাবাজি হয় দুই-আড়াই কোটি : শ্রম উপদেষ্টা Dec 08, 2025
আইসিসি ইভেন্টে আমি সফল না, আমার ক্যালিবার অনুযায়ী খেলতে পারিনি: তামিম Dec 08, 2025
১৫ মাসে সরকারের কাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া Dec 08, 2025
img
‘নারী শাসিত পুরুষ’ নিয়ে আসিফের মন্তব্যে প্রতিক্রিয়ায় ওমর সানী Dec 08, 2025
img

নরসিংদীতে খায়রুল কবির খোকন

বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী Dec 08, 2025
img
সমুদ্রে মাছের অতিরিক্ত আহরণ নিয়ন্ত্রণে আনতে হবে: মৎস্য উপদেষ্টা Dec 08, 2025
img
তিন মাসে নতুন কোটিপতি আমানতকারী ৭৩৪ জন Dec 08, 2025
img
জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ Dec 08, 2025
img
মাছ শুধু বাণিজ্যিক পণ্য নয়, মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত : প্রাণিসম্পদ উপদেষ্টা Dec 08, 2025
img
অধ্যাদেশের দাবিতে হাইকোর্ট-মৎস্য ভবন সড়ক অবরোধ সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের Dec 08, 2025
img
সালাহ নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন : রুনি Dec 08, 2025
img
আতিফ আসলামের ঢাকায় আসা চূড়ান্ত, ১৩ ডিসেম্বর কনসার্ট Dec 08, 2025
img
কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ৪ মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন Dec 08, 2025
img
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান Dec 08, 2025